পাবনা সংবাদদাতা: পাবনার চাটমোহরে স্বাধীনতার ৫২ বছর উদযাপন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অরবিটল লিংক স্কুল এন্ড কলেজের আয়োজনে শনিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে দুইদিনব্যাপি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন।
পরে ওই স্কুলের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, শারীরিক কসরত, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে ডিসপ্লে প্রদর্শিত হয়। এছাড়া বিভিন্ন বিষয় ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের বিভিন্ন শ্রেণি শিক্ষার্থীর।
অরবিটল লিংক স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ এমএ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ মহল, সহকারী কমিশনার (ভূমি) তানজিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জালাল উদ্দিন, চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু, হরিপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন প্রমুখ।
আগামীকাল রোববার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে দু’দিনের এই আয়োজন।
আকাশজমিন/এসআর