মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

ইজতেমা থেকে ফেরার পথে সড়কে ঝরল ৩ মুসল্লির প্রাণ, আহত ৭৭

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩ ৮:১৪ pm

আকাশজমিন ডেস্ক: বিকেলে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ৭৭ জন। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আজ শনিবার ৪ মার্চ বিকালে বোদা উপজেলার চন্দনবাড়ি ও দেবীগঞ্জ উপজেলার লক্ষিরহাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। নিহতরা হলেন- তেঁতুলিয়া উপজেলার বড়গাছ এলাকার তমিজ উদ্দীন (৬০), পিঠা খাওয়া এলাকার হাসিবুল ইসলাম (৩২) ও একই উপজেলার স্বপন আলী (২৫)।

জানা গেছে, শনিবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলা শহর থেকে সাদপন্থিদের তিন দিনব্যাপী ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাসযোগে মুসল্লিরা বাড়ি ফিরছিলেন। এ সময় তারা দেবীগঞ্জ উপজেলার লক্ষ্মীরহাট এলাকায় পৌঁছালে একই দিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এ সময় মহাসড়কের ধারে উল্টে পড়ে বাসটি।

এ সময় এক মুসল্লি নিহত ও ২৬ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পাঁচ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঘটনার পরপরই ঘাতক ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছেন।

এদিকে পঞ্চগড়ের বোদা উপজেলার চন্দনবাড়ি এলাকায় ইজতেমা থেকে ফেরার পথে যাত্রীবাহী বাসের চাকা ফেটে দুই মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫১ জন। আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।

এদিকে দেবীগঞ্জ থানার ওসি জামাল হোসন ও বোদা থানার ওসি সুজয় কুমার রায় সড়ক দুর্ঘটনায় তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD