সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

বাস-মাইক্রো ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩ ৩:১৫ pm

আকাশজমিন ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া (বক্তারকান্দি) এলাকায় মাইক্রোবাসের সঙ্গে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত ও আটজন আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মাইক্রোবাস আরোহী কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের মৃত আব্দুল খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া ( ৬০), একই গ্রামের আক্তার হোসেনের ছেলে মোহাম্মদ হোসাইন (১০) ও খাগড়াছড়ি সদর উপজেলার পূর্ব মুনলিমপাড়া গ্রামের আজারুল জামান মিয়ার ছেলে বাসচালক জহিরুল ইসলাম (৪২)।

স্থানীয়রা জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে কুমিল্লার তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামে যাচ্ছিলেন মাইক্রোবাসচালক গিয়াসউদ্দিন। চালকসহ মাইক্রোবাসটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ভভ্যান মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি উল্টে গিয়ে পাশের ঢাকাগামী লেনে গিয়ে পড়ে।

এ সময় খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহণের একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মারা যান মাইক্রোবাসটির দুই আরোহী দুলাল মিয়া ও হোসাইন। এ ঘটনায় মাইক্রোবাসের অপর চার আরোহী এবং বাসচালকসহ পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন বাসচালক জহিরুল মারা যান।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম বলেন, নিহতদের লাশ এবং দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও বাসটি পুলিশের হেফাজতে রয়েছে। পুলিশ ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করেছে। তবে চালক ও হেলপার কৌশলে পালিয়ে গেছে।

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD