শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, সহকারি কমিশনার (ভূমি) মোঃ তাসনিমুজ্জামান, উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান, তথ্য কর্মকর্তা রোমানা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী।
উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী জাহানারা খাতুন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ইসমাইল হোসেন, একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, উপজেলা আওমী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু, শিল্পকলা একাডেমী সাধারন সম্পাদক শাহাবুদ্দিন শিবলী, সাংবাদিক আব্দুর রউফ রুবেল, রবিউল ইসলাম রবি, রাশেদুর রহমান রানা ।
আকাশজমিন/এসআর