বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:০৯ পূর্বাহ্ন

সাত জেলায় ৮ জনকে হত্যা

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩ ৯:৫২ pm

আকাশজমিন ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এছাড়া চট্টগ্রামের বাঁশখালীতে চাচার লাঠির আঘাতে ভাতিজা ও নাতির ক্রিকেট ব্যাটের আঘাতে দাদার মৃত্যু, মাগুরার পরকীয়ার জেরে ভাইয়ের হাতে ভাই খুন, জয়পুরহাটের স্ত্রীকে গলা কেটে হত্যা করল স্বামী, সিরাজগঞ্জে ছেলের হাতে মায়ের মৃত্যু, কুমিলস্নায় স্ত্রী-ছেলের পিটুনিতে প্রাণ গেল এক বৃদ্ধের ও নীলফামারীর ডোমারে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ তুলেছে গৃহবধূর বাবা ও তার পরিবার। সংবাদদাতাদের পাঠানো খবর-

মৌলভিবাজার: কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে আলীনগর চা বাগানে কথা কাটাকাটির জের ধরে মা দেওšত্মী নুনিয়ার (৪৫) মাথায় লাঠি দিয়ে আঘাত করে ছেলে সাধন নুনিয়া। রাতে পুলিশ ঘাতক ছেলে সাধনকে আটক করে। মৃত দেওšত্মী নুনিয়া চা বাগানের ইন্দ্রপ্রসিদ নুনিয়ার স্ত্রী। জানা যায়, দুপুরের দিকে মা দেওšত্মীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় সাধনের। একপর্যায়ে ছেলে ঘরে থাকা একটি লাঠি দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করলে সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। আহত দেওšত্মীকে উদ্ধার করে শমসেরনগর ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।

বাঁশখালী (চট্টগ্রাম): চট্টগ্রামের বাঁশখালীতে বাড়ির পুকুর থেকে মাটি উত্তোলন নিয়ে দুই পরিবারের বাগবিতণ্ডার জের ধরে চাচার লাঠির আঘাতে ভাতিজা মোহাম্মদ শাহাব উদ্দিন (৩৩) এর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন গুরম্নতর আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার কাথারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এদিকে নিহত শাহাব উদ্দিন উপজেলা কাথারিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মাইদারী পাড়ার মোহাম্মদ এয়াকুব হোসেনের (৬২) ছেলে। এ ঘটনায় আহতরা হলেন- নিহত শাহাব উদ্দীনের পিতা এয়াকুব হোসেন, শাহ আলম ও নুর হোসেন। তাদের সবাইকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে, চট্টগ্রামের বাঁশখালীতে জমির পরিমাপ নিয়ে সংঘর্ষে নাতির ক্রিকেট ব্যাটের আঘাতে কর্ণচরণ শীল (৭১) নামে এক বৃদ্ধ দাদার মৃত্যু হয়েছে। উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাঁশখালা গ্রামের শীলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ঘটনার ৩৬দিন পর সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাগুরা: মাগুরার মহম্মদপুরে পরকীয়ায় বাধা দেয়ায় ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। উপজেলার বালিদিয়া গ্রামের মাঠপাড়া এলাকায় আল আমিন শেখ (২৬) নামে আপন চাচাতো ভাইকে কুপিয়ে খুন করেছে সোহেল শেখ নামে আরেক চাচাতো ভাই। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আল আমিন ওই গ্রামের শামসু শেখের ছেলে। এ ঘটনায় আরও দুজন গুরম্নতর হয়েছেন। জানা যায়, আল আমিনের স্ত্রীর সঙ্গে তারই চাচাতো ভাই সোহেলের পরকীয়ার সম্পর্ক রয়েছে। বিষয়টি আল আমিন জানতে পারলে সোহেলকে বারবার নিষেধ করে আসছিল। কিন্তু সোহেল তার পরও আল আমিনের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে।

জয়পুরহাট: আক্কেলপুরের গুডুম্বা গ্রামে পান্না বেগম (৩০) নামে এক নারীকে নিজ বাড়িতে গলা কেটে হত্যার ঘটনায় স্বামী, ভাশুর, জাসহ চার জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের গুডুম্বা পূর্বপাড়া গ্রামে এ ঘটনার পর ভোরে পুলিশ তাদের আটক করে। নিহত গৃহবধূ পান্না বেগম (৩০) গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে সিরাজুল ইসলাম শবে বরাতের রাতে ইবাদতের জন্য গ্রামের মসজিদে যান। রাত ১০টার দিকে ফিরে ঘরে স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে প্রতিবেশীরা সেখানে যান এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সিরাজগঞ্জ: উল্লাপাড়ায় ছেলের মারধরে চায়না খাতুন (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে শরিফুল ইসলামকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত চায়না খাতুন ওই এলাকার মৃত আলহাজ আলীর স্ত্রী।

সলঙ্গা থানা পুলিশ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে গাড়িচাপায় শরিফুল ইসলামের একটি ছাগলের বাচ্চা মারা যাওয়াকে কেন্দ্র করে তার মা চায়না খাতুনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চায়না খাতুনকে মারধর করে শরিফুল। মারধরে আহত হলে চায়না খাতুনকে বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে রাত ১০টার দিকে মারা যান আহত চায়না খাতুন। খবর পেয়ে রাতেই শরিফুল ইসলামকে আটক করে পুলিশ।

কুমিল্লা: কুমিল্লায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও ছেলের পিটুনিতে আব্দুল মালেক (৫২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টার দিকে জেলার বুড়িচং উপজেলার ভারেলস্না উত্তর ইউনিয়নের পারম্নয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক ওই এলাকার বাসিন্দা ছিলেন। ঘাতক ছেলে সেলিম (৩৫) বৃদ্ধ মালেকের তৃতীয় ছেলে এবং জোছনা বেগম (৫০) মালেকের স্ত্রী। বুড়িচং থানার ওসি বলেন, বৃদ্ধ মালেকের ৬ ছেলের মধ্যে সেলিম তৃতীয়। সে কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছে। দেশে ফেরার পর থেকেই বাবার ওপর পারিবারিক কারণে ড়্গপ্তি ছিলেন সেলিম। মঙ্গলবার বিকেল ৫টার দিকে পারিবারিক কলহের জের ধরে মা ও ছেলে মিলে বৃদ্ধ মালেককে পিটিয়ে গুরম্নতর আহত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

ডোমার (নীলফামারী): ডোমার উপজেলায় আঁখি মনি (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ তুলেছেন গৃহবধূর বাবা ও তার পরিবার। মঙ্গলবার বিকালে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ সাহার মোড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আঁখি মনি ভোগডাবুড়ি গোসাইগঞ্জ এলাকার আলী আকবরের স্ত্রী ও মির্জাগঞ্জ ঝাড়পাড়া এলাকার মো. রশিদুল ইসলামের বড় মেয়ে। মঙ্গলবার রাতেই মরদেহ উদ্ধার করে ডোমার থানা পুলিশ। বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে।

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD