সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

বাখমুতে ঢুকে পড়েছে রুশ বাহিনী

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ১:১১ pm

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ ও দক্ষিণাঞ্চলীয় ওডেশা অঞ্চল লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালাচ্ছে। স্থানীয় কর্মকর্তারা বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন। গত কয়েক মাস ধরে রাশিয়া ইউক্রেনের সেবা সরবরাহকে বাধাগ্রস্ত করতে গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। খারকিভের গভর্ণর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, শত্রুরা এ অঞ্চলে প্রায় ১৫ বার হামলা চালিয়েছে। দখলদাররা আবারো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্ত বানিয়েছে। তিনি আরো বলেছেন, প্রাথমিক খবরে জানা গেছে খারকিভের বেসরকারি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে খারকিভ শহরের মেয়র ইগোর তেরেখোভ বলেছেন, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোয় শহরের কিছু অংশে সরবরাহ বিঘ্নিত হচ্ছে। বাখমুত দখলের অভিযানে নেতৃত্ব দিচ্ছে রাশিয়ার আধা-সামরিক গোষ্ঠী ওয়াগার গ্রুপ। এই গ্রুপের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিন বুধবার বলেছেন, তার সেনারা বাখমুতের পূর্ব অংশের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তিনি বলেন, বাখমুতকা নদীর পূর্ব তীরে অবস্থিত বাখমুত শহরের সবগুলো এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছেন। বাখমুতকা নদী পেরিয়ে বাখমুতা শহর থেকে প্রতিবেশী দোনেস্ক যাওয়া যায়। প্রিগোঝিন বলেন, কৌশলগত শহরটি দখল করতে পারলে রাশিয়ার সেনাবাহিনী দোনবাস অঞ্চলের আরো গভীরে প্রবেশ করতে পারবে। ওদিকে, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর মহাসচিব ইয়েন্স স্টোলটেনবার্গ বলেছেন, কৌশলগত গুরুত্বপূর্ণ শহরটি কয়েকদিনের মধ্যে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যেতে পারে। সুইডেনের রাজধানী স্টকহোমে ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্টোলটেনবার্গ আরো বলেন, “শেষ পর্যন্ত আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার হাতে বাখমুতের পতন হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD