বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ অপরাহ্ন

পাবিপ্রবিতে রসায়ন বিভাগের অধ্যাপককে বিদায় সংবর্ধনা

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ৪:৩৫ pm

পাবনা সংবাদদাতা: পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. রঞ্জিত কুমার বিশ্বাসের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৯ মার্চ) বিকেলে অ্যাকাডেমিক ভবনের গ্যালারি-২ তে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন।

বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, বিজ্ঞান অনুষদেের ডিন অধ্যাপক ড. খায়রুল আলম।

রসায়ন বিভাগের চেয়ারম্যান ফারুক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আহসান হাবীব।

বিদায়ী শিক্ষককে রসায়ন সমিতির পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। সেইসাথে প্রতি ব্যাচ থেকে উপহার দেবার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রসায়ন বিভাগের শিক্ষক রতন কুমার পাল, প্রক্টর ড. কামাল হোসেন, বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।

উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তরুণদের স্বপ্ন দেখা এবং স্বপ্ন দেখাতে হবে। তোমাদের মাধ্যমেই দেশ আগাবে। সময়কে কাজে লাগানো এবং সময়ানুবর্তী হতে হবে। নিজেকে প্রশ্ন করা, যে আমি শুদ্ধ আছি কিনা, নিজেকে শুদ্ধ করে, ভুলগুলো শুধরাতে হবে।

তিনি বিদায়ী শিক্ষক সম্পর্কে বলেন, আপনি শিক্ষার্থীদের মধ্যে আলো জ্বালাতে পেরেছেন, এই আলো আপনার শিক্ষার্থীরা তাদের জীবনে ধারণ করবে। আপনার দেখানো পথে তারা এগিয়ে যাবে। তিনি বিদায়ী শিক্ষকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুন্দর জীবন কামনা করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান বলেন, শিক্ষকরা কখনো অবসর গ্রহণ করেন না। তারা সারাজীবনই শিক্ষক এবং তরুণ। শিক্ষকরা আমাদের আদর্শ ও পথ প্রদর্শক। আদর্শ শিক্ষকের দেখানো পথেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমাদের সময়কে কাজে লাগাতে হবে।

বিদায়ী শিক্ষক রঞ্জিত কুমার বিশ্বাস শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সময়ের ব্যাপারে তোমাদের সচেতন হবে। সময়কে কাজে লাগাতে হবে। যেকোনো খারাপ কর্মকাণ্ড থেকে নিজেকে দূরে রাখবে। তিনি বিভাগের এমন ভালোবাসার নিদর্শনে আবেগাপ্লুত হয়ে পড়েন।

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD