আকাশজমিন ডেস্ক: ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে যায়। এসময় তাড়াহুড়ো করে নামতে গিয়ে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর নতুন বাসস্ট্যান্ডে কাছে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ভাঙ্গা মুখী প্রচেস্টা পরিবহনের বাস এক্সপ্রেসওয়ের ষোলঘর যাত্রীছাউনীর কাছাকাছি পৌছলে বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। পরে আগুন বাসের সর্বত্র ছড়িয়ে পরে। শ্রীনগর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
বাসের যাত্রী স্বপন মিয়া (৪৫) জানান, ইঞ্জিন কভারে ধোয়া দেখে যাত্রীরা চালককে বাস থামাতে বললেও সে কোন কর্নপাত করেনি। পরে মুহুর্তের মধ্যে পুরো বাসে আগুন ধরে যায়। তার মতো অনেক যাত্রীই চলšত্ম বাসের জানালা দিয়ে লাফিয়ে নামতে গিয়ে আহত হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের টিম লিডার সেলিম রেজা বলেন, প্রায় আধ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। কি কারনে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।
এদিকে শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় একটি শিক্ষাসফরের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাসের ভেতরের পুরো অংশ সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বাস থেকে তাড়াহুড়ো করে নামার সময় ৮-১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরের হারিনাল এলাকার গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাসফরের বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী। তিনি জানান, বার্ষিক শিক্ষাসফরের জন্য বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ময়মনসিংহের ভালুকা উপজেলার হাজির বাজার এলাকার ড্রিম হলিডে পার্কে যান তারা।
এতে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২ অংশ নেন। সারাদিন অনুষ্ঠান শেষে সন্ধ্যা পৌনে ৬টায় ড্রিম হলিডে পার্ক থেকে বাসটি গাজীপুরের হারিকেনের উদ্দেশ্যে ছাড়া হয়। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় পল্লী বিদ্যুৎ মোড়ের উড়াল সেতুতে উঠার সময় হঠাৎ পেছন থেকে ধোঁয়া দেখা যায়। মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পড়ে।
এ সময় বাস থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়। তাড়াহুড়ো করে নামার সময় ৮-১০ জন আহত হয়েছেন।
আকাশজমিন/এসআর