চুয়াডাঙ্গা সংবাদদাতা
দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের হালদারপাড়ায় বাল্যবিয়ে রাতেই বন্ধ করলো প্রশাসন। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতে বিয়ে আয়োজনের দায়ে কিশোরী কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গত বৃহস্পতিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার সময় বাল্যবিয়ের আয়োজনটি বন্ধ ও ভ্রাম্যমাণ আদালতে জরিমানার ঘটনাটি ঘটে।
দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জানান, চিৎলা গ্রামের হালদারপাড়ায় শ্রী ভগিরথ হালদারের ১৪ বছর বয়সী মেয়ের বিয়ে দেয়ার জন্য আয়োজন করা হয়েছিল। ঝিনাইদহ জেলার হলিধানীর নাটাবাড়ীয়া গ্রামে বাল্যবিয়ে দেয়ার প্রস্তুতি চলছিল। ওই সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার নির্দেশনায় তিনি ঘটনাস্থলে যান এবং বাল্যবিয়ের আয়োজন বন্ধ করে দেন। সেই সঙ্গে মেয়ের বাবা শ্রী ভগিরথ হালদারকে ২০১৭ সালের বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়া এবং ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিয়ে করতে পারবেনা বলে নির্দেশনা দেয়। এসময় ভ্রাম্যমাণ আদালতসহ সার্বিক সহযোগীতায় ছিলো দামুড়হুদা মডেল থানা পুলিশ। ইউ/কি