বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, পাস করেনি ১৪৪ শিক্ষার্থী

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩ ৫:১৭ pm

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ ৭৬ পরীক্ষার্থী ফল পুনর্নিরীক্ষণে পাস করেছে। শুক্রবার (১০ মার্চ) দুপুরে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে শিক্ষাবোর্ড। চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার এইচএসসি পরীক্ষার পুনর্নিরীক্ষণে ১২ হাজার ২৩ শিক্ষার্থী ৩৯ হাজার ৪৪টি বিষয়ে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। আজ ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, পুনর্নিরীক্ষণে উত্তরপত্র পরিবর্তন হয়েছে ৭৭৭টি, মার্ক পরিবর্তন হয়েছে ৭৪৭ জনের। ফলাফল (জিপিএ) পরিবর্তন হয়েছে ২৮৬ জনের, জিপিএ বাড়লেও ৭১ শিক্ষার্থীর গড় পাস বাড়েনি, জিপিএ বেড়েছে ৩৫৭ জনের, মার্ক বাড়লেও ৩৯০ জনের সিজিপিএ বাড়েনি।
তিনি আরও বলেন, পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস করেছে ৭৬ জন, গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৫৭ জন, মার্ক বাড়লেও ফেল থেকে পাস করেনি ১৪৪ জন। ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ছিল ৮০.৫০ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৯৩ হাজার ৯৯৭ জন। ছাত্রী পাসের হার ছিল ৮২.৯২ শতাংশ। ছাত্রের পাসের হার ছিল ৭৭.৯২ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা ১২ হাজার ৬৭০ জন। এর মধ্যে ছাত্র জিপিএ-৫ পেয়েছিল পাঁচ হাজার ৫৬৪ জন এবং ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল সাত হাজার ১০৬ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD