সাভার সংবাদদাতা
সাভারে বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নির্মাণ শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার সন্ধ্যায় ঘটনা ঘটে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সাভারে গণকবাড়িতে অবস্থিত বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানে একটি ১০ তলা ভবনের নির্মাণ কাজ চলছিল। বিকেল ৪টার দিকে ভবনের ১০ম তলার ছাদের অধিকাংশ ভেঙে পড়ে। এতে ইঞ্জিনিয়ারসহ ১৫ জন নির্মাণ শ্রমিক আহত হন।
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, সাইক্লোর্টন স্থাপনা প্রকল্পের আওতায় ১০ দশা ভবনের আজ সবশেষে ১০ম তলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় অডিটোরিয়ামের অংশটি একটু উঁচু করা অংশটি ঢালাই করতে গেলে সেই স্থানটি ধসে পরে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, আমাদের ফায়ার সার্ভিস স্টেশন থেকেই ছাদ ধসের বিষয়টি দেখতে পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। নির্মাণাধীন ভবনের ১০ তলা ছাদের বেশ কিছু অংশ ধসে পড়েছে। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের আঘাতও গুরুতর মনে হয়নি। ইউ/কি