মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ অপরাহ্ন

ইতালির উপকূলে নৌকাডুবি : মৃত্যুর শঙ্কায় ১৩০০ জন

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩ ২:৩৪ pm

ইতালির ক্যালাব্রিয়া উপকূলে নৌকাডুবির ফলে প্রায় ১৩ শ’ লোক মৃত্যুর ঝুঁকির মধ্যে পড়েছে। তাদের উদ্ধারের উদ্যোগ নিয়েছে ইতালি কর্তৃপক্ষ। মাত্র দু’সপ্তাহ আগে কাছাকাছি এলাকায় একটি জাহাজ বিধ্বস্ত হয়ে ৭৩ জনের সলিল সমাধি হয়েছিল। ইতালির কোস্টগার্ড জানিয়েছে, উদ্ধার অভিযান শুরু হয়েছ। তবে বিপুলসংখ্যক লোক সম্পৃক্ত থাকায় কাজটি বেশ জটিল হচ্ছে। কোস্টগার্ড জানিয়েছে, উপকূল থেকে প্রায় ১,১২৫ কিলোমিটার দূরে একটি নৌকায় থাকা ৫০০ লোককে উদ্ধারের জন্য কয়েকটি জাহাজ পাঠানো হয়েছে। এছাড়া ক্যালাব্রিয়া উপকূল থেকে ১৬০ কিলোমিটার দূরে আরো দুটি নৌকায় ৮০০ লোক শঙ্কার মধ্যে রয়েছে। তাদের উদ্ধারেও জাহাজ পাঠানো হয়েছে।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকাজের জন্য পূর্ণগতিতে রণতরী পাঠানো হচ্ছে।
ইউরোপে প্রবেশের জন্য অনেকেই সাগর পাড়ি দিয়ে ইতালি যায়। ইতালিতে বুধবার থেকে প্রায় তিন হাজার উদ্বাস্তু পৌঁছেছে। সূত্র : আল জাজিরা – ইউ/কি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD