আন্তর্জাতিক ডেস্ক
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সৌদি আরবের মধ্যকার শান্তি চুক্তিকে আমেরিকা স্বাগত জানিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেছেন, “আমরা ইয়েমেন যুদ্ধের অবসানে যেকোন উদ্যোগ এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনের পদক্ষেপকে স্বাগত জানাই।”
গতকাল জন কারবি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “সাধারণভাবে বলতে গেলে, আমরা ইয়েমেনে যুদ্ধের অবসান এবং মধ্যপ্রাচ্য অঞ্চলে উত্তেজনা কমাতে সাহায্য করার জন্য যেকোনো প্রচেষ্টাকে স্বাগত জানাই। গত বছর এই অঞ্চল সফরের সময় প্রেসিডেন্ট বাইডেন যে নীতির রূপরেখা দিয়েছিলেন তার মূল স্তম্ভ হলো প্রতিরোধের পাশাপাশি সংঘাতের অবসান এবং কূটনীতি। এদিকে, ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এই চুক্তিকে ইরানের জন্য রাজনৈতিক বিজয় এবং ইসরাইলের জন্য মারাত্মক বিপজ্জনক ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইরান-বিরোধী আঞ্চলিক জোট গঠনের ক্ষেত্রে এই চুক্তি মারাত্মক বিপর্যয়।
ইসরাইলের আরেক সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদও এই চুক্তিকে ইসরাইলের জন্য বিপজ্জনক ঘটনা বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইসরাইল ও সৌদি আরবের মধ্যকার এই চুক্তি ইসরাইল সরকারের পররাষ্ট্রনীতির জন্য মারাত্মক ব্যর্থতা। এছাড়া, ইসরাইলের সাবেক যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ ইরান-সৌদি চুক্তিকে ইসরাইলের জন্য উদ্বেগের কারণ বলে উল্লেখ করেন।
আর/জে