বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সমাবেশে বর্ণিল সাজে যোগ দিচ্ছেন নারীরা

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৩:২১ pm

ময়মনসিংহে সংবাদদাতা
পাঁচ বছর পর আজ (শনিবার) চতুর্থবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে আসছেন। বিকেলে ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরুষের পাশাপাশি বর্ণিল সাজে সেজে ঢাকঢোলের তালে নেচে-গেয়ে সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নারী নেত্রী ও কর্মীরা। শনিবার (১১মার্চ) সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত নগরীর টাউন মোড়ে এমন চিত্র দেখা যায়। মহিলা নেতাকর্মীরা মিছিলে বাসন্তী রঙের শাড়ি পরিধান করে দল বেঁধে স্লোগানে স্লোগানে মিছিল সমাবেশস্থল সার্কিট হাউজ মাঠে গিয়ে জড়ো হচ্ছেন। বাদ্যযন্ত্রের তালে তালে নানা অঙ্গভঙ্গিতে নেচে নেচে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি করেছেন তারা। তাদের মিছিলের বহরে রয়েছেন পুরুষ নেতাকর্মীরাও।সমাবেশে আসা নারী নেত্রীরা বলছেন, তাদের প্রিয় নেত্রী আজ ময়মনসিংহে আসছেন। এজন্য তারা খুবই আনন্দিত ও উৎফুল্ল। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে তারা বর্ণিল সাজে সেজেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন প্রয়াসে ময়মনসিংহের চিরচেনা চেহারা পাল্টে গেছে। চারদিকে এখন শুধু নানা উন্নয়নের দৃশ্যই চোখে পড়ে।
এসময়ের মধ্যে জেলার কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব সেক্টরেই ব্যাপক দৃশ্যমান উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও তাঁর ঐকান্তিক ইচ্ছার ফসল ময়মনসিংহের অভূতপূর্ব এই উন্নয়ন। এসব উন্নয়নের সুফল ভোগ করছে এখন ময়মনসিংহবাসী।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত জানান, অতীতে কোন সরকারের আমলে এমন উন্নয়ন হয়নি। দৃশ্যমান এসব উন্নয়নের ফলেই আগামীতে মানুষ নৌকায় ভোট দিবে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু জানান, ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের দাবি ছিল ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালকে পাঁচশ’ শয্যা থেকে এক হাজার শয্যায় উন্নীতকরনের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালকে পাঁচশ’ শয্যা থেকে বাড়িয়ে এক হাজার শয্যায় উন্নীত করেছেন।
বৃহত্তর ময়মনসিংহের শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ ও ময়মনসিংহসহ উত্তরবঙ্গ, সুনামগঞ্জ, নরসিংদী ও গাজীপুরের মানুষ এখন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের উন্নত চিকিৎসা সেবার সুবিধা ভোগ করছে। ময়মনসিংহকে বিভাগ ও পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীতকরণসহ শিক্ষা বোর্ড স্থাপন ও পুরনো ব্রহ্মপুত্র নদ ড্রেজিংয়ের দাবি ছিল ময়মনসিংহবাসীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীর এসব দাবিও পূরণ করেছেন।
আর /জে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD