ময়মনসিংহ সংবাদদাতা
ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানের জনসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভায় যোগ তিনি ময়মনসিংহে বাস্তবায়িত ৭৩টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন। এর পাশাপাশি ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে নগরীর রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে এবং দুপুর ২টা ৫০ মিনিটে তিনি সমাবেশ স্থলে পৌঁছান।
পরে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমানের সঞ্চালনায় প্রথমে ময়মনসিংহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধন শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করেন ক্বারী মাওলানা মোফাজ্জল হোসেন সরকার।
সার্কিট হাউস ময়দানে জনসভা মঞ্চের পাশে স্থাপিত উন্নয়ন প্রকল্প উদ্বোধনী মঞ্চে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর চতুর্থবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহে আসছেন। বিকেলে ঐতিহাসিক সার্কিট হাউজ ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরুষের পাশাপাশি বর্ণিল সাজে সেজে ঢাকঢোলের তালে নেচে-গেয়ে সমাবেশে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের নারী নেত্রী ও কর্মীরা। শনিবার (১১মার্চ) সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত নগরীর টাউন মোড়ে এমন চিত্র দেখা যায়। মহিলা নেতাকর্মীরা মিছিলে বাসন্তী রঙের শাড়ি পরিধান করে দল বেঁধে স্লোগানে স্লোগানে মিছিল সমাবেশস্থল সার্কিট হাউজ মাঠে গিয়ে জড়ো হচ্ছেন। বাদ্যযন্ত্রের তালে তালে নানা অঙ্গভঙ্গিতে নেচে নেচে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি করেছেন তারা। তাদের মিছিলের বহরে রয়েছেন পুরুষ নেতাকর্মীরাও।সমাবেশে আসা নারী নেত্রীরা বলছেন, তাদের প্রিয় নেত্রী আজ ময়মনসিংহে আসছেন। এজন্য তারা খুবই আনন্দিত ও উৎফুল্ল। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে তারা বর্ণিল সাজে সেজেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন প্রয়াসে ময়মনসিংহের চিরচেনা চেহারা পাল্টে গেছে। চারদিকে এখন শুধু নানা উন্নয়নের দৃশ্যই চোখে পড়ে।
এসময়ের মধ্যে জেলার কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব সেক্টরেই ব্যাপক দৃশ্যমান উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও তাঁর ঐকান্তিক ইচ্ছার ফসল ময়মনসিংহের অভূতপূর্ব এই উন্নয়ন। এসব উন্নয়নের সুফল ভোগ করছে এখন ময়মনসিংহবাসী।
ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত জানান, অতীতে কোন সরকারের আমলে এমন উন্নয়ন হয়নি। দৃশ্যমান এসব উন্নয়নের ফলেই আগামীতে মানুষ নৌকায় ভোট দিবে।
আর /জে