রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত -৩ ভিমরুলের কামড়ে বাবা- বোনের পর প্রাণ গেল ছোট্ট সিফাতুল্লা ভারতে পালানোর সময় যুগ্ম সচিব আটক জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে খুন হলেন বোন-ভাবি অবশেষে বাড়ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাংলাদেশের সঙ্গে অংশীদারত্বকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র: আজরা জেয়া নান্দাইল উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১০ম বার্ষিক সভা ও নির্বাচন দুই নারীসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ যশোরেশ্বরী মন্দির পরিদর্শনে উপদেষ্টা আসিফ মাহমুদ, মন্দির ত্যাগের পর হাতাহাতি কবি সংঘ বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি আধার ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সম্মেলন অনুষ্ঠিত

লড়াইয়ে ফিরলো নিউজিল্যান্ড

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৮:১০ pm
CHRISTCHURCH, NEW ZEALAND - DECEMBER 30: Trent Boult of New Zealand celebrates after dismissing Suranga Lakmal of Sri Lanka during day five of the Second Test match in the series between New Zealand and Sri Lanka at Hagley Oval on December 30, 2018 in Christchurch, New Zealand. (Photo by Kai Schwoerer/Getty Images)

অনলাইন ডেস্ক
ব্যাটার ড্যারিল মিচেলের সেঞ্চুরি, পেসার ম্যাট হেনরির হাফ-সেঞ্চুরির পর আরেক পেসার ব্লেয়ার টিকনারের বোলিং নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে লড়াইয়ে ফিরেছে স্বাগতিক নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে শ্রীলংকার ৩৫৫ রানের জবাবে মিচেল-হেনরির ব্যাটে চড়ে ৩৭৩ রান করে নিউজিল্যান্ড। মিচেল ১০২ ও নয় নম্বরে নামা হেনরি ৭২ রান করেন। ১৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৮৩ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে শ্রীলংকা। ৩ উইকেটই নিয়েছেন টিকনার। ৭ উইকেট হাতে নিয়ে ৬৫ রানে এগিয়ে শ্রীলংকা।
দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৫ উইকেটে ১৬২ রান করেছিলো নিউজিল্যান্ড। ৫ উইকেট হাতে নিয়ে ১৯৩ রানে পিছিয়ে ছিলো কিউইরা। মিচেল ৪০ ও ব্রেসওয়েল ৯ রানে অপরাজিত ছিলেন।
সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিন ব্রেসওয়েল ও অধিনায়ক টিম সাউদি ২৫ রানে আউট হলে ২৩৫ রানে ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। অষ্টম উইকেটে হেনরির সাথে জুটি বেঁধে ১৭ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি তুলে নেন মিচেল। সেঞ্চুরির পর ১০২ রানে শ্রীলংকার পেসার লাহিরু কুমারার বলে আউট হন তিনি। ১৯৩ বল খেলে ৬টি চার ও ২টি ছক্কা মারেন মিচেল।
দলীয় ২৯১ রানে অষ্টম ব্যাটার হিসেবে মিচেল ফেরার পর নিউজিল্যান্ডের রানের চাকা ঘুুড়িয়েছেন দুই বোলার হেনরি ও নিল ওয়াগনার। নবম উইকেটে ৪৯ বলে ৬৯ রান যোগ করে নিউজিল্যান্ডকে লিড এনে দেন তারা। হেনরি ও ওয়াগনারকে শিকার করে নিউজিল্যান্ডকে ৩৭৩ রানে থামিয়ে দেন শ্রীলংকার পেসার আসিথা ফার্নান্দো। টেস্ট ক্যারিয়ারের চতুর্থ হাফ-সেঞ্চুরি করে ৭৫ বলে ৭২ রান করেন হেনরি। ১০টি চার ও ৩টি ছক্কা মারেন হেনরি। ২৪ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ২৭ রান করেন ওয়াগনার। শ্রীলংকার আসিথা ৪টি, কুমারা ৩টি ও রাজিথা ২টি উইকেট নেন।
প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয়বারের মত ব্যাট করতে নেমে টিকনারের তোপের মুখে পড়ে শ্রীলংকার টপ-অর্ডার। টিকনারের শিকার হয়ে ওশাদা ফার্নান্দো ২৮, অধিনায়ক দিমুথ করুনারতেœ ১৭ ও কুশল মেন্ডিস ১৪ রান করেন। অ্যাঞ্জেলো ম্যাথুজ ২০ ও নাইটওয়াচম্যান প্রবাথ জয়সুরিয়া ২ রানে অপরাজিত আছেন। ২৮ রানে ৩ উইকেট নেন টিকনার। আর/জে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD