অনলাইন ডেস্ক
বছর শেষে আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার। আগামী কয়েক মাসের মধ্যে এই বিষয়ে বিস্তারিত ঘোষণা করবে সংস্থাটি। তবে এখনই নয়, কর্মী ছাটাই শুরু হবে ২০২৩ সালের শেষের দিকে। চার মাস আগেই প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করেছিল মেটা। এবার দ্বিতীয় দফায় আরও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে মার্কিন এই টেক জায়ান্ট।
পাশাপাশি বেশ কয়েকটি প্রজেক্টও বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে মেটা। যদিও এই বিষয়ে সংস্থার তরফে এখনও কিছু বলা হয়নি।
যদিও বর্তমানে মেটার শেয়ারের দাম বাড়ছে। কোম্পানির আর্থিক অবস্থাও আগের চেয়ে ভাল। তবুও কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে মেটা। আর/জে