আন্তর্জাতিক ডেস্ক
অস্ত্রোপচারে পেট থেকে বের হল আস্ত মদের বোতল। তাজ্জব চিকিৎসকরা। ঘটনাটি ঘটেছে নেপালে।
জানা গেছে, সেখানকার রাউতাহাত জেলার গুজরা পুরসভার বাসিন্দা নুরসাদ মানসুরি (২৬) পেট ব্যথার চিকিৎসা করাতে চিকিৎসকের কাছে যান। এরপর চিকিৎসক ওই ব্যক্তির একাধিক শারীরিক পরীক্ষা করেন। তাতে জানা যায়, ওই ব্যক্তির পেটে রয়েছে একটি আস্ত মদের বোতল। আর সেটাই পেট ব্যথার কারণ। এরপর স্থানীয় হাসপাতালে অস্ত্রোপচার করে পেট থেকে মদের বোতলটি বের করা হয়।
এখন স্থিতিশীল আছেন ওই ব্যক্তি। কিন্তু মদের বোতল কীভাবে ওই ব্যক্তির পেটের ভিতরে গেল, তার উত্তর পাওয়া যায়নি। ঘটনাটির তদন্ত করছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, মদের আসরে হয়ত বন্ধুরা নুরসাদের সঙ্গে এমন কাণ্ড করেছেন। পুলিশের ধারণা অতিরিক্ত মদ্যপানের পর নুরসাদের মলদ্বার দিয়ে মদের বোতলটি সম্ভবত ঢোকানো হয়েছে। পুলিশ নুরসাদের বন্ধুদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। শেখ শামিম নামের একজনকে আটকও করেছে পুলিশ। আর/জে