বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

শ্রীপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক কমিটি গঠন

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩ ১১:৫২ am
মাগুরা সংবাদদাতা:  মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে শনিবার সকালে বঙ্গবন্ধু পরিষদের উপজেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য প্রদান করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর।
শ্রীপুর সরকারি মহেশ চন্দ্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামীমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অধ্যক্ষ বসির আহমেদ, শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান পান্নু, অধ্যক্ষ দীনেশচন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, মোঃ আলিমুজ্জামান, মাগুরা পৌরসভা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক বাহারুল ইসলাম প্রমুখ ।
নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আবেদ আলীর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রফিকুল আলা ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা আদর্শ কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার বিশ্বাস, গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ কাজী মোর্শেদ আলমসহ অন্যরা।
বক্তারা সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার দাবি জানান। পরে নাকোল সম্মিলনী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ খন্দকার আবেদ আলীকে আহবায়ক ও শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম অধিকারীকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয় ।
আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD