আকাশজমিন ডেস্ক: স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এসময় কয়েকটি ক্যামেরা ভাঙচুর করা হয়েছে।
রোববার (১২ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিকরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের প্রতিবেদক আবরার সাইর ও ক্যামেরা পারসন মো. জুয়েল।
কালের কণ্ঠ রাজশাহী অফিসের চিত্র সাংবাদিক সালাউদ্দিন গনী বলেন, বিক্ষুব্ধ ছাত্ররা কর্মরত অবস্থায় আমাদের ওপর হামলা চালায়। এসময় তারা আমাদের ক্যামেরা কেড়ে নিয়ে আছাড় মেরে ভাঙচুর করেছে।
এদিকে, স্থানীয়দের সঙ্গে রাবি শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সড়কে আগুন জ্বালিয়ে অবস্থান নিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তার আগে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন।
জানা গেছে, শনিবার বিকেলে বগুড়া থেকে ‘মোহাম্মদ’ নামের একটি বাসে রাজশাহী যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী। বাসের সিটে বসাকে কেন্দ্র করে চালক শরিফুল ও তার সহযোগী রিপনের সঙ্গে কথা কাটাকাটি হয় ওই শিক্ষার্থীর। সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামনে বিনোদপুর বাজারে বাস থেকে নামার সময় তাদের আবারও কথা কাটাকাটি হয়। এসময় বিনোদপুর বাজারের একজন ব্যবসায়ী বাসচালকের পক্ষ নিয়ে কথা বলেন। তখন শিক্ষার্থীদের সঙ্গে হাতাহাতি হয় তার।
আকাশজমিন/এসআর