সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মদিন পালনে রঙিন সাজে জনতা ভবন

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ৯:০৭ pm
বাউফল সংবাদদাতা:  পটুয়াখালীর বাউফলে আগামী ১৭মার্চ জাতির পিতা  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করতে ব্যাপক আয়োজন হাতে নিয়েছে উপজেলা আওয়ামীলীগ।
যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ  কার্যালয়  জনতা ভবন সেজে রঙিন সাজে।
আলোকসজ্জা ও   ব্যানার ফেষ্টুন ভরে গেছে জনতা ভবন এলাকা।  জনতা ভবনের প্রধান ফটকে নির্মাণ করা হয়েছে বিশাল গেট। পৌরশহর জুড়ে টাঙানো হয়ে বিভিন্ন ফেষ্টুন।
আয়োজক কমিটি জানায়, ১৭মার্চ  দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়ে উপজেলা আওয়ামীলীগ। কর্মসূচির মধ্যে রয়েছে কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা। এছাড়াও শিশু কিশোরদের নিয়ে বিকালে চিত্রাঙ্কন, কুইজ ও আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
 এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আলহাজ্ব আ.স.ম ফিরোজ এমপি।
উপজেলা আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন পালন করতে জনতা ভবনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা আওয়ামীলীগ। এসব কর্মসূচিতে বাউফল উপজেলা আওয়ামী লীগ, পৌরসভা ও ১৫টি ইউনিয়ন থেকে প্রায় ৩০হাজার নেতাকর্মীরা উপস্থিত থাকবে। ওই দিন সকাল ১০টায় জনতা ভবন থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হবে। আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দিবেন সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি।
এবিষয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো.  ইব্রাহিম ফারুক বলেন, বঙ্গবন্ধুর জন্মদিন সফল ভাবে উদযাপন করতে উপজেলা আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীরা উজ্জীবিত  হয়ে উঠেছে। আশা করা হচ্ছে প্রায় ৩০হাজার নেতাকর্মী উপস্থিত হবে।
এবিষয়ে উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খাঁন বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না। বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীন রাষ্ট্র পেয়েছি। সেই মহান নেতার জন্মদিন পালনের জন্য বাউফল উপজেলা আওয়ামী লীগ ব্যাপক আয়োজন করেছে। বাউফল থেকে সাত বার নির্বাচিত এমপি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজের নেতৃত্বে যথাযথ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন করা হবে।
আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD