মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২৫ অপরাহ্ন

‘পাকিস্তানি শাসকের কায়দায় দেশের মানুষের ওপর লাঞ্ছনা-বঞ্চনা করছে একটি রাজনৈতিক দল’

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ৪:২৮ pm

আকাশজমিন ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী ও শাসকেরা যেভাবে দেশের মানুষের ওপর নির্যাতন, অত্যাচার শোষণ, বঞ্চনা করেছিল। আজকে বাংলাদেশের একটি রাজনৈতিক দল, যারা জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। যারা আজকে সে পাকিস্তানি শাসকের কায়দায় লাঞ্ছনা, বঞ্চনা করছে দেশের মানুষের ওপরে।

তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে দেশের মানুষ যখন দিকবিদিক হারিয়ে ফেলেছে। তখন অখ্যাত একজন মেজর জিয়াউর রহমান, শুধু চট্টগ্রাম বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিয়ে পুরো জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। তার ঘোষণার মধ্যে দিয়ে সেদিন সবাই ঘুরে দাঁড়িয়েছিল। দীর্ঘ নয় মাস যুদ্ধ করে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম।

আজ বৃহস্পতিবার নয়া পল্টন দলটির কেন্দ্র কার্যালয়ে যৌথ সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন উপলক্ষে এ যৌথ সভার আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের দুর্ভাগ্য। যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমাদের সেই আশা আকাঙ্ক্ষাগুলো কিন্তু স্বাধীনতার ৫০ বছর পরও পূরণ হয়নি। আমরা দেখেছি, পুরো স্বাধীনতা, স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধের আন্দোলন, মুক্তিযুদ্ধ সবকিছুর মূলেই ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত করা, নির্মাণ করা। আজকে ৫১ বছর পর, ৫২ বছর পরও আমরা দেখছি, সেই গণতন্ত্র আবার হারিয়ে ফেলেছি। পাকিস্তানি সেনাবাহিনী ও শাসকেরা যেভাবে দেশের মানুষের ওপর নির্যাতন, অত্যাচার শোষণ, বঞ্চনা করেছিল। আজকে বাংলাদেশের একটি রাজনৈতিক দল, যারা জোর করে ক্ষমতায় দখল করে বসে আছে। যারা আজকে সে পাকিস্তানি শাসকের কায়দায় লাঞ্ছনা, বঞ্চনা করছে দেশের মানুষের ওপরে। তারা রাষ্ট্রযন্ত্রের ব্যবহার করে, দেশের মানুষের বাকস্বাধীনতা, কথা বলার অধিকার, ভোট দেয়ার অধিকার, ভিন্নমত পোষণ করার অধিকার কেড়ে নিয়েছে।’

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD