আকাশজমিন ডেস্ক: সিলেটের সদর উপজেলায় অনুষ্ঠিত তিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবকটিতে স্বতন্ত্র প্রার্থীদের কাছে ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রার্থীরা ধরাশায়ী হয়েছেন।
ভোটের লড়াইয়ে নৌকা ডুবিয়ে বিজয়ী হয়েছেন- আনারস, ঘোড়া ও চশমা প্রতীকধারী স্বতন্ত্র প্রার্থীরা।
এর মধ্যে খাদিমনগর ইউনিয়নে চশমা প্রতীক নিয়ে নির্বাচিত হন বর্তমান চেয়ারম্যান দিলোয়ার হোসেন। তিনি ভোট পেয়েছেন ১২ হাজার ৩৫০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ইকবাল আহমদ নৌকা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫৬০ ভোট।
টুকেরবাজার ইউনিয়নে নৌকার প্রার্থী রাজু গোয়ালাকে হারিয়ে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের মো. সফিকুর রহমান। তিনি ভোট পেয়েছেন ৭১৮৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু গোয়ালা পান ৪৩১০ ভোট।
খাদিমপাড়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম বিলালকে হারিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বদরুল ইসলাম আজাদ।
আকাশজমিন/এসআর