বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন

বিএনপি প্রার্থীদের সরে যাওয়া নির্বাচনে আ’লীগপন্থীদের জয়

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩ ১০:০২ am

আকাশজমিন ডেস্ক: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের শেষ দিনেও বিএনপি ও আওয়ামী লীগ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে (২০২৩-২৪) বিএনপি সমর্থিত প্যানলের প্রার্থীদের প্রত্যক্ষভাবে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকার পর সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের সবকটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে মনোনীত প্রার্থীরা।

নির্বাচনে সভাপতি ও সম্পাদক পদে পুননির্বাচিত হয়েছেন যথাক্রমে মোমতাজ উদ্দিন ফকির ও মো. আবদুন নূর।

বৃহস্পতিবার সোয়া ২টার দিকে নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক মো: মনিরুজ্জামান এ ফলাফল ঘোষণা করেন।

এর আগে, দুই দিনব্যাপী এ নির্বাচনের শেষ দিনে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে সারাদিনই হাতাহাতি, ধাওয়া-পাল্টাধাওয়া, হট্টগোল আর ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট কেন্দ্রের মুখে দু’পক্ষের আইনজীবীদের ধাওয়া-পাল্টাধাওয়ায় উত্তপ্ত হয়ে ওঠে আদালত অঙ্গন। এ সময় পাল্টাপাল্টি স্লোগান ও ধস্তাধস্তিতে আইনজীবী ও বিচার প্রার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুপুর সোয়া ১২টার দিকে বিএনপি সমর্থিত নীল প্যানেলের সভাপতি প্রার্থী মাহবুব উদ্দিন খোকন ও সম্পাদক প্রার্থী রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে কয়েক শ’ আইনজীবী মিছিল করে ভোট কেন্দ্রের সামনে এলে আওয়ামী লীগপন্থী আইনজীবীরা পাল্টা স্লোগান দিয়ে তাদের ধাওয়া দেন। এতে দু’পক্ষের আইনজীবীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। দুপুর সাড়ে ১২টার দিকে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। একদল ‘ভোট চোর, ভোট চোর’ বলে স্লোগান দেয়। অন্য পক্ষ আবার তার উত্তর দিতে থাকে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ নিয়ে তুমুল উত্তেজনা শুরু হয়। পুলিশও মাঝে দাঁড়িয়ে সতর্কাবস্থায় থাকে। তবে এ সময় ভোটগ্রহণ চলছিল। প্রায় বেলা দেড়টা পর্যন্ত দু’পক্ষের আইনজীবীরা ধাওয়া-পাল্টাধাওয়ার মধ্যে হট্টগোল ও পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। এরপর বিএনপি সমর্থক আইনজীবীরা ভোট কেন্দ্রের সামনে থেকে চলে যান। পরে আবার বিকেল পৌনে ৪টার দিকে নীল প্যানেলের সভাপতি প্রার্থী মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে শতাধিক আইনজীবী ভোট কেন্দ্রের সামনে আসতে চাইলে দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি, স্লোগান-পাল্টা স্লোগান হয়।

এরও আগে বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের প্রথম দিনে সারা দিনব্যাপী বিএনপি ও আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ, ভোট কেন্দ্র ও আইনজীবীদের কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের লাঠিচার্জ ও মারধরের শিকার হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক ও আইনজীবী। বুধবার দুপুর ও বিকেলে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় আদালত অঙ্গনে পরিবেশ ছিল থমথমে। তবে সংঘর্ষ ও ভাঙচুরের মধ্যে বিএনপি সমর্থক আইনজীবী ও সাংবাদিকদের পিটিয়ে বের করে দিয়ে এ দিন ভোটগ্রহণ বেলা পৌনে ১টার দিকে আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের গঠন করা নির্বাচন কমিশনের অধীনে ভোটগ্রহণ হয়।

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD