আকাশজমিন ডেস্ক
সারা দেশে শুক্রবার সড়ক দুর্ঘটনায় ১০ শিক্ষার্থীসহ ২৬ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পিরোজপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছে। এছাড়া ভোলায় বাসচাপায় দুই কলেজছাত্রীসহ ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী, সিলেট-জকিগঞ্জ সড়তে তিন যাত্রী, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় অটোরিকশায় থাকা তিন যাত্রী , রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে পিকনিকের বাস উল্টে দুইজন, রাজধানীর ঢাকার যাত্রাবাড়ীতে এক যুবক, ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর খাদে পড়ে ২ জন, চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ছেলের, হাসপাতালে বাবা, খাগড়াছড়িতে জীপ গাড়ি উল্টে চালক এবং সিরাজগেঞ্জ ও দিনাজপুরে ২ বাইক আরোহীর মৃত্যু হেয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
পিরোজপুর: পিরোজপুরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। গত শুক্রবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে গেছে, পিরোজপুরের শংকর পাশায় একটি নসিমনকে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী গ্রামীন পরিবহন মুখোমুখি সংঘর্ষে নছিমনে থাকা ২ জন ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা আহতদের পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে পিরোজপুরে সদর হাসপাতালে ৩ জন ও ২ জন খুলনা নেওয়ার পথে মারা যান। নিহতদের সকলেই শিক্ষার্থী ছিলেন। এদিকে শহরের ধুপপাশা এলাকায় একটি মোটরসাইকেলকে একটি দ্রুতগামী বাস চাপা দিলে ১ জন ঘটনা স্থলে নিহত হন।
ভোলা: ভোলায় বাসচাপায় দুই কলেজছাত্রীসহ ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের অতোরউদ্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কয়সর মাতাব্বরের মেয়ে রিমা (১৭), একই এলাকার জাহাঙ্গীরের মেয়ে শিখা (১৭) ও একই এলাকার বাসিন্দা মো. কালাম (৫৫)। নিহত রিমা ও শিখা দৌলতখান উপজেলার হালিমা খাতুন মহিলা কলেজের দ্বাদশ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এছাড়াও এ ঘটনায় অটোরিকশার চালক আব্দুল কাদের (৪০) গুরুতর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালের দিকে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর এলাকা থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে তিনজন বাংলা বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় বাংলাবাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় এলে বিপরীত দিক থেকে একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই তিন যাত্রী নিহত হন। এ সময় অটোচালক গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। নিহত শিখা ও রিমার পরিবার জানায়, শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কলেজে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন তারা। এ সময় বাংলা বাজারের দক্ষিণ পাশে অতোরদ্দি এলাকায় তাদের অটোরিকশাটিকে বাসচাপা দিয়ে চলে যায়। এতে এরা দুইজনসহ অটোতে থাকা আরও এক যাত্রী নিহত হন।
সিলেট: সিলেট-জকিগঞ্জ সড়কের বাবুরবাজারে শুক্রবার সিলেট থেকে ছেড়ে আসা দুপুর ২টার বিরতিহীন একটি বাসের ধাক্কায় ব্যাটারী চালিত অটোরিক্সার (টমটম) ৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের সহায়তায় আহতদের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হয়েছেন। অটোরিকশাটি যাত্রী নিয়ে নয়াপুর এলাকায় যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় ১ যাত্রী। পর্বরতীতে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আরো দুইজনের মৃত্যু হয়। নিহতরা হলেন জামপুর ইউনিয়নের পূর্ব দড়িকান্দী গ্রামের জামাল হোসেন (৩৫) সনমান্দী ইউনিয়নের মামুদি গ্রামের মোমেন মিয়া (২৮) এবং নোয়াগাঁও ইউনিয়নের মোঃ শুক্কুর আলী (৩৩)। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম বাইপাস মহাসড়কের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে। জড়িতদের আটক করার চেষ্টা চলছে।
রাঙামাটি : রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে পিকনিকের বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বাসের সকল যাত্রী চট্টগ্রাম ব্রিকস অ্যান্ড ক্লে ওয়ার্কস লিমিটেডের কর্মী বলে জানা গেছে। সকালে তারা চট্টগ্রাম থেকে রাঙামাটিতে বেড়াতে আসেন। সন্ধ্যায় রাঙামাটি থেকে চট্টগ্রাম ফেরার পথে শহরের মানিকছড়ির ঢালু সড়ক নামার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসের যাত্রী মো. হানিফ জানান, রাঙামাটি পর্যটন কমপ্লেক্স থেকে বাস ছাড়ার পর পর্যটন এলাকা এবং শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় দুই দফা দুর্ঘটনায় পতিত হয় বাসটি। পরে বাসটি সাময়িক মেরামত করে আবার চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করা হয়। তখন বাসে ১৫ জনের মতো যাত্রী ছিল। বাসটি মানিকছড়ির বাকের ঢালু রাস্তায় নামার পথে উল্টে যায়। রাঙামাটি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. বিল্লাল হোসেন বলেন, দুর্ঘটনার সংবাদ শোনার সঙ্গে সঙ্গে আমরা টিম নিয়ে উদ্ধারকাজ শুরু করি। দুর্ঘটনাস্থলে পৌঁছে আমরা আমাদের ইকুইপমেন্ট দিয়ে একজনের মরদেহ উদ্ধার করি। পরে সড়ক ও জনপথ বিভাগের এক্সেভেটর আসার পর আমরা আরও একজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠাই। উদ্ধার কাজ এখনো চলছে। বাকিটা পরে বলা যাবে। ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে যোগ দিয়েছেন সেনাবাহিনী, পুলিশ ও রেড ক্রিসেন্ট সদস্যরা।
ব্রাহ্মণবাড়িয়া: কসবায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চান্দিসার এলাকার কসবা-সৈয়দবাদ আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাক্টরের হেলপার পাভেল মিয়া (১৮) ও পথচারী দেলোয়ার মিয়া (৩০)। কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, কসবা থেকে একটি ট্রাক্টর তিনলাখপীর যাওয়ার পথে চান্দিসার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় সড়কের পাশে থাকা একজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। ট্রাক্টরের হেলপার গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক নিহত হয়েছে। শুক্রবার ভোর রাতের দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ভোর ৪টায় মারা যান তিনি।
চাঁপাইনবাবগঞ্জ: শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় আব্দুল আলীম (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার বাবা জহির উদ্দিন (৫৮)। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আব্দুল আলীম শাহবাজপুর ইউনিয়নের ভোলামারি গ্রামের জহির উদ্দিনের ছেলে।
খাগড়াছড়ি: জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় লাকড়ি বোঝাই জীপ গাড়ি উল্টে ঘটনাস্থলেই চালক মারা যান এবং গাড়ির হেলপার আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ১৭ মার্চ শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে লক্ষ্মীছড়ি ১০ নং ময়ূরখীল এলাকা থেকে ফটিকছড়ি যাওয়ার পথে লাকড়ি বোঝাই চান্দের গাড়ি (কুষ্টিয়া-ক-২৯৩) (জীপ) ঢালু রাস্তায় উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে জমিতে পড়ে গেলে গাড়ির চালক মোঃ এখলাস মিয়া(২৮) ঘটনাস্থলেই মারা যান। এখলাস মিয়া মানিকছড়ির বড়ুডলু বদিউল আলমের ছেলে বলে জানা গেছে। আহত গাড়ির হেলপার মোঃ আল আমিন(৩২)কে মানিকছড়ি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। আল আমিন ময়ুরখীল এলাকার আব্দুল হক এর ছেলে বলে জানা গেছে। খবর পেয়ে লক্ষ্মীছড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সিরাজগঞ্জ: সিরাজগেঞ্জের বেলকুচিতে গাছের সঙ্গে ধাক্কা লেগে সোহান নামে এক বাইক আরোহীর মৃত্যু হেয়েছে।
দিনাজপুর: দিনাজপুরে ট্রাকের ধাক্কায় আনোয়ার হোসেন নামে এক বাইক আরোহীর মৃত্যু হেয়েছে। আকাশ জমিন / আরজে