সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০২:০০ পূর্বাহ্ন

জরুরি ঋণ নিচ্ছে সুইস ব্যাংক

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ৩:০৪ am

আকাশজমিন ডেস্ক
যুক্তরাষ্ট্রের বৃহৎ দুই ব্যাংক সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) ও সিগনেচার ব্যাংকের পতনের মধ্যেই বিনিয়োগ সঙ্কটে পড়েছে সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংক। কমেছে এর শেয়ারের দামও। সঙ্কট মোকাবিলায় ব্যাংকটি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের ৫০ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক (প্রায় ছয় লাখ কোটি টাকা) ঋণ চেয়েছে । ব্যাংকটি বলছে, তারল্য এবং আমানত সংরক্ষণকে শক্তিশালী করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে ৫০ বিলিয়ন সুইস ফ্রাঙ্ক (প্রায় ছয় লাখ কোটি টাকা) ঋণ চেয়েছে। বেশ কিছুদিন ধরে সুইজারল্যান্ডের ক্রেডিট সুইস ব্যাংকটি বিনিয়োগ সঙ্কটে ভুগছিল। গত বুধবার ক্রেডিট সুইসের ইতিহাসে শেয়ারের দরের সবচেয়ে বড় পতনের ঘটনা ঘটে। তবে ঋণ নেয়ার ঘোষণার পর বিনিয়োগ এবং শেয়ার লেনদেনে বেড়েছে। ক্রেডিট সুইস ব্যাংকের বৃহত্তম অংশীদার সউদী ন্যাশনাল ব্যাংক সুইজারল্যান্ডের এই ব্যাংকের শেয়ার আর কিনবে না বলে ঘোষণা দেয়। ২০০৮ সালে বৈশ্বিক মন্দার পর এমন ঘটনা এই প্রথম ঘটতে যাচ্ছে। সুইজারল্যান্ডের ন্যাশনাল ব্যাংক- এসএনবি জানিয়েছে, ক্রেডিট সুইস কেন্দ্রীয় ব্যাংকের মূলধন এবং তারল্য সংশ্লিষ্ট শর্ত পূরণ করেছে।
সঙ্কট সামাল দিতে সুইস ব্যাংক নিজেদের ঋণের একটা বড় অংশ বাজার থেকে কিনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে রয়ছে ২৫০ কোটি ডলারের মার্কিন বন্ড এবং ৫৩ কোটি ডলার সমমূল্যের ইউরো বন্ড। এসব ঋণপত্র পুনরায় কিনে নেয়ার মাধ্যমে দায় ও সুদ পরিশোধের চাপ অনেকটা কমে আসবে বলে আশা করছে ব্যাংকটি।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা উলরিখ ক্যোরনার বলেছেন, এসব পদক্ষেপের মাধ্যমে ক্রেডিট সুইসকে আরো শক্তিশালী করে তোলার ব্যবস্থা করা হয়েছে। আমরা আমাদের বিনিয়োগকারীদের সেই বার্তাই দিতে চাই। গত বুধবার ব্লুমবার্গ টিভিতে দেয়া এক সাক্ষাৎকারে সউদী ন্যাশনাল ব্যাংকের আল-খুদাইরি জানান, তার প্রতিষ্ঠান ক্রেডিট সুইসে আর বিনিয়োগ করবে না। সউদী ন্যাশনাল ব্যাংক ক্রেডিট সুইসের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার। এরপরই ক্রেডিট সুইসের শেয়ারের দরপতন ঘটে প্রায় ৩০ শতাংশ।
এর আগের সপ্তাহে দুই আমেরিকান প্রতিষ্ঠান সিলিকন ভ্যালি ব্যাংক এবং সিগনেচার ব্যাংক ক্রেডিট সুইসের শেয়ার বিক্রি করতে শুরু করে। ক্রেডিট সুইসের পক্ষ থেকে বারবার আমানতের নিশ্চয়তা দেয়া হলেও শেয়ার বিক্রি থামানো সম্ভব হয়নি। বার্তা সংস্থা রয়টার্স দুটি সূত্রকে উল্লেখ করে জানিয়েছে, ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক তাদের তত্ত্বাবধানে থাকা অন্য ব্যাংকগুলোকেও ক্রেডিট সুইসের কার্যক্রমের দিকে নজর রাখার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ও ক্রেডিট সুইসের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। আকাশ জমিন / আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD