বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ১২:২৩ pm

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া-লোহাগাড়া সীমান্তবর্তী এলাকায় সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা দিয়ে ট্রাক উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার ভোর ৫টার দিকে মহাসড়কের কলাতলী ১২নং ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রাকচালক ঝিনাইদহের শৈলকুপার বাইটবাজার গাবলা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে এরশাদ মন্ডল (৩৮) এবং হেলপার সিলেটের গোয়াইনঘাটের জাফলং মোহাম্মদপুরের আবদুর রাজ্জাকের ছেলে মো. সিব্বির আহমদ মারুফ (১৯)। চিরিঙ্গা হাইওয়ে থানার এসআই খোকন কান্তি রুদ্র জানান, কক্সবাজারগামী সেভেন রিংস সিমেন্টবোঝাই গাড়িটি (নম্বর- ঢাকা-মেট্টো-১৮-৮১২৩) চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলাতলী নামক স্থানে ১২ নম্বর ব্রিজে পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় ব্রিজের রেলিংয়ে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। এতে চালক ও হেলপার গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আকাশ জমিন / আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD