বিনোদন ডেস্ক
‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ গান দিয়েই অস্কারে প্রবেশ করেছেন দক্ষিণ ভারতের অভিনেতা রাম চরণ। এ গানের বদৌলতে হলিউডে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন এ অভিনেতা। এমনকি অস্কার পুরস্কারের রাতে পুরো টিমকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন হলিউড তারকারা। লেডি গাগার মতো তারকাও ‘নাটু নাটু’র হলে গলা ফাটিয়েছেন।
বর্তমানে ‘আরআরআর’-এর অস্কার জয়ের আমেজ উপভোগ করছেন তেলুগু তারকা রাম চরণ। দক্ষিণী ছবি থেকে শুরু করে বলিউড, সর্বত্র নিজেকে প্রমাণ করেছেন রাম চরণ। তবে এ বার কি অভিনেতার হলিউডে যাবার পালা? আন্তর্জাতিক চলচ্চিত্রে পা রাখার কথা ভাবছেন কি না, প্রশ্ন করতেই রহস্যময় জবাব নায়কের। রাম বললেন, এত তাড়াতাড়ি কিছু বলাটা ঠিক হবে না। বলা উচিত আমি জানি না। আনন্দবাজারের খবরে বলা হয়, ইতোমধ্যেই হলিউডের ছবির চুক্তিতে সই করে দিয়েছেন রাম চরণ। যদিও মুখে বলতে নারাজ।
অভিনেতাকে বলতে শোনা যায়, লস অ্যাঞ্জেলেসের উপর ছেড়ে দিচ্ছি ব্যাপারটা। কথাবার্তা চলছে। কিন্তু সব কিছুর একটা পদ্ধতি আছে। হোক আগে। আমার মা বলে, নজর না লাগে! ২০২২ সালের মার্চ মাসে মুক্তি পেয়েছিল এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। বক্স অফিসে একের পর এক নজির গড়ে বিপুল বাণিজ্যিক সাফল্য নিয়ে ছবিটি পাড়ি দিয়েছিল বিদেশে। কেড়ে নিয়েছে বিশ্ববাসীর মন। এই ছবির ‘নাটু নাটু’ গানের অস্কার জয় প্রমাণ করে দিয়েছে ভাষা কোনও বাধা নয়। ছবিটির মুখ্য দুটি চরিত্রের একটিতে ছিলেন অভিনেতা রাম চরণ। বর্তমানে ‘আর সি ১৫’ ছবির শেষ পর্যায়ের শুটিং নিয়ে ব্যস্ত তিনি। ২০২৪ সালের জানুয়ারি মাসে এ ছবিটির প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। রামের বিপরীতে থাকছেন কিয়ারা। তবে বলিউডেও শীঘ্রই দেখা যেতে পারে রামকে। সব ঠিকঠাক থাকলে সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিতে রাম আবার ফিরবেন বলিউডে। আকাশ জমিন / আরজে