বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

তাড়াশের নওগাঁয় ঐতিহ্যবাহী বউ মেলা শুরু

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ মার্চ, ২০২৩ ১:১০ pm

তাড়াশ (সিরাজগঞ্জ)প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশের নওগাঁয় দিনব্যাপী ঐতিহ্যবাহী বউ মেলা শুরু হয়েছে। দিনটি উপলক্ষে শনিবার সকাল থেকে সিরাজগঞ্জ, পাবনা, নাটোর এই তিন জেলার মিলনস্থল নওগাঁ গ্রামের করতোয়া নদীর তীরে জমজমাট মেলা বসেছে। সেখানে শত শত বউ -শাশুড়ি উৎসবের আমেজে দিনভর কেনাকাটা করছেন ।
জানা গেছে, ভারতের আজমীর শরীফের পীর খাজা মইনুদ্দিন চিশতী (রহঃ)’র আধ্যাত্মিক গুরু নওগাঁর হাজী শাহ শরীফ জিন্দানী (রহ) মাজারে তিন দিন ব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে শেষের দিন অর্থাৎ শনিবার ওই ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত হয়। সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া,পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর ও নাটোরের গুরুদাসপুর এই তিন জেলার শত শত নারীদের উপস্থিতিতে মেলা সরগরম হয়ে ওঠে। বিশেষ করে একদিনের জন্য বউ-শাশুড়িরা কেনাকাটায় মেতে ওঠেন। এতে করে ঐতিহ্যবাহী বউ মেলা এলাকা বউ-শাশুড়ির মিলনমেলায় পরিণত হয়।
মেলার বিশেষ আকর্ষণ কাঠ, বাঁশ, বেতসহ স্টিলের আসবাবপত্রসহ, গৃহস্থালি জিনিসপত্র, হরেক রকম মৃৎপাত্র, কসমেটিক সামগ্রী, এলাকার বিখ্যাত মিঠাই মিষ্টান্ন থেকে সব কিছু প্রচুর পরিমাণে পাওয়া যায়। মূলত বছরের একটি দিন বউ মেলাকে ঘিরে বিশাল নওগাঁর বিশাল এলাকার ঘরে ঘরে ঝি- জামাইও নাইওরে আনা হয় দুই তিন দিন আগেই। ফলে এলাকায় নারীদের মাঝে এক ধরনের উৎসব আমেজ ছড়িয়ে পড়ে।
আকাশ জমিন / আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD