অনলাইন রিপোর্টার
রাজধানীর উত্তরায় ডাচ-বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা লুটের ঘটনায় সোহেল রানা নামে আরও এক পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৮৭ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। শনিবার ডিবির অতিরিক্ত উপ কমিশনার সাইফুল ইসলাম জানান, শুক্রবার সাভারের হেমায়েতপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, সাইফুল আগে মানি প্লান্ট লিংক সিকিউরিটিজ কোম্পানিতে গাড়ি চালক হিসেবে কাজ করত। সে ওই প্রতিষ্ঠানের টাকা সরবরাহের বিষয়ে সব কিছু জানত। তাই তার জন্য কাজটি সহজ হয়ে যায়। আকাশ জমিন / আরজে