বিনোদন ডেস্ক
সলমন খানের উপরে এত রাগ কেন গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের? শনিবার সে কথা প্রকাশ্যে। এ দিন তিনি ফের হুমকি বার্তা দিয়েছেন ভাইজান’কে। বলেছেন, ‘‘আমার জীবনের একমাত্র লক্ষ্য সলমনকে খুন!’’ তখনই কারণও জানিয়েছেন। কৃষ্ণসার হরিণের হত্যাকাণ্ড এখনও মেনে নিতে পারেননি বিষ্ণোই। কারণ, বিষ্ণোই সম্প্রদায়ের কাছে বিশেষ প্রজাতির হরিণ ঈশ্বরসম। সেই প্রজাতির হরিণের শিকার করেছিলেন সলমন। এবং ক্ষমাও চাননি। তাই নাকি এত রাগ গ্যাংস্টারের। তিনি আরও জানিয়েছেন, সলমনকে বিকানেরে বিষ্ণোইদের মন্দিরে যেতে হবে। সেখানে জোড়হাতে ক্ষমা চাইতে হবে। তবে গ্যাংস্টারের রাগ কমবে। যদিও লরেন্স বিষ্ণোই সন্ধিগ্ধ, আদৌ সলমন মাথা নীচু করবেন কিনা। কারণ, তিনি জানেন, সলমনের আত্ম-অহমিকা প্রচণ্ড। তাই তিনি কারও কাছে মাথা নোয়াতে পারেন না। নইলে অনেক আগেই তিনি ক্ষমা চেয়ে নিতেন। জল এত দূর গড়াত না। গ্যাংস্টারের বক্তব্য, সলমন যদি ক্ষমা চেয়ে নেন, বিষয়টি এখানেই থামবে। নইলে তিনি খুন করবেন সলমনকে। তাঁর দেবরক্ষী সরিয়ে দেওয়া হলেই।
এও জানিয়েছেন, সলমন মন্দিরে গিয়ে ক্ষমা চাইলে রাগ পড়বে বিষ্ণোই সম্প্রদায়ের। তাঁরা অভিনেতাকে ক্ষমা করলে তিনিও পপরো ঘটনা ভুলে যাবেন। কিন্তু সলমন সেটা হতে দিচ্ছেন না। তবে তিনি জানেন, আজ নয় কাল এটাই ঘটবে। গ্যাংস্টার-সহ বিষ্ণোই সম্প্রদায় মনে করেন তাঁদের দেবতার প্রতিনিধি কৃষ্ণসার হরিণ। সলমন তাঁকেই যেন আঘাত করেছেন। নিছক এক হরিণ শিকার করেননি। এই অনুভূতি থেকেই কৃষ্ণসার হরিণ হত্যার পরে বিষ্ণোই সম্প্রদায়ের পুরোহিতকে খুন করতে গিয়েছিলেন অভিযুক্তকে। পরে তাঁকে গ্রেফতার করা হয়।
আকাশ জমিন / আরজে