আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনে যুদ্ধাপরাধের কথিত অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তাকে অর্থহীন বলে অভিহিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা গতকাল (শুক্রবার) রাতে টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে বলেন, “আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তের কোনো অর্থ নেই আমাদের দেশের জন্য। রাশিয়া রোম সংবিধির কোনো পক্ষ নয় এবং এই ব্যাপারে মস্কোর কোনো দায়-দায়িত্বও নেই।”
এদিকে, প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করার পর যুদ্ধাপরাধের অভিযোগ সরাসরি নাকচ করেছে মস্কো। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আইসিসির কোনো সিদ্ধান্তকে স্বীকার করে না রাশিয়া। সেক্ষেত্রে এই আদালত যে প্রশ্ন তুলেছে তা বিব্রতকর এবং অগ্রহণযোগ্য। পেসকভ বলেন, আদালতের পক্ষ থেকে যেসব প্রশ্ন তোলা হয়েছে তা ক্ষোভ সৃষ্টিকারী ও অগ্রহণযোগ্য। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের যে কোনো সিদ্ধান্ত রাশিয়ার কাছে বাতিল বলে পরিগণিত। আরজে