বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ন

দখলকৃত ইউক্রেনের মারিওপল সফর করলেন পুতিন

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ মার্চ, ২০২৩ ১২:২৩ pm

আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দখলকৃত ইউক্রেনীয় শহর মারিওপল সফর করেছেন। দোনেৎস্ক অঞ্চলের এই শহরটি গত বছরের মে মাস থেকে নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন হেলিকপ্টারে করে মারিওপলে যান এবং গাড়ি চালিয়ে সেখানকার বেশ কিছু এলাকা পরিদর্শন করেন। ক্রেমলিনের বরাত দিয়ে তাস এজেন্সি রোববার আরও জানিয়েছে, পুতিন একটি গাড়ি চালিয়ে শহরের বেশ কয়েকটি এলাকা ঘুরেছেন। অনেক স্থানে তিনি গাড়ি থামিয়েছেন এবং শহরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। প্রসঙ্গত, রুশ নেতার ক্রিমিয়া সফরের একদিন পর মারিওপল পরিদর্শনের খবর দিল দেশটির গণমাধ্যম। এর আগে শনিবার রুশ মিডিয়া জানায়, ইউক্রেনের কাছ থেকে কৃষ্ণ সাগরীয় ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণের নবম বার্ষিকী উপলক্ষে সেখানকার সেভাস্তোপল বন্দরনগরী পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেলে শনিবার রুশ নেতাকে কৃষ্ণ সাগরের বন্দর শহর সেভাস্তোপল পরিদর্শন করতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন মস্কো-নিযুক্ত স্থানীয় গভর্নর মিখাইল রাজভোজায়েভ। মস্কো ২০১৪ সালে একটি গণভোটের মাধ্যমে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়। কিন্তু আজ পর্যন্ত কিয়েভ ও আন্তর্জাতিক সম্প্রদায় তা স্বীকৃতি দেয়নি। উল্লেখ্য, শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) রুশ নেতা পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউক্রেনে সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়। তার পরই রুশ প্রেসিডেন্টের ক্রিমিয়া ও মারিওপল সফরের প্রসঙ্গ সামনে এল। আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD