বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৯:৩৪ পূর্বাহ্ন

উদীচীর অনুষ্ঠানে তিনবার বোমা নিক্ষেপ কালিয়ায়

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩ ৯:২১ am

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে তিন দফায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বোমা অনুষ্ঠান চলাকালে এবং আরেকটি নিক্ষেপ করেছে অনুষ্ঠান শেষে গভীর রাতে ফাঁকা মঞ্চে। বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও কেউ হতাহত হননি। উপজেলার নড়াগাতী থানার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে শনিবার রাতে এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ দ্বিতীয় দিনের অনুষ্ঠানের অনুমতি বাতিল করে। বোমার ঘটনার প্রতিবাদে উদীচীর বড়দিয়া শাখা রোববার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করলেও বৈরী আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। জানা গেছে, নড়াগাতী থানার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার ও রোববার দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে উদীচী শিল্পগোষ্ঠী বড়দিয়া শাখা সংসদ। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিন বিকাল ৫টার দিকে অনুষ্ঠান শুরু হয়। মঞ্চে অতিথিদের সঙ্গে কয়েকজন বাউলশিল্পীও ছিলেন। অনুষ্ঠানে এক হাজারেরও বেশি দর্শক উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের বাইরে বাঁশবাগানের দিক থেকে মঞ্চ লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করা হয়। এটি পাশের গাছপালার ওপর পড়ে আগুন ধরে যায়। এ ঘটনায় অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ভয়ে ছোটাছুটি করতে থাকেন। এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবার অনুষ্ঠান শুরু করা হয়। রাত সাড়ে ৯টার দিকে বাঁশবাগানের অন্যদিক থেকে আবার মঞ্চের সামনে আরেকটি পেট্রলবোমা ছুড়ে মারা হয়। মঞ্চের সামনে ফাঁকা জায়গায় পড়ে এটি বিস্ফোরিত না হলেও তরল পদার্থে আগুন ধরে যায়। লোকজন আবার ভয়ে ছোটাছুটি করতে থাকেন। কিছুক্ষণ বিরতি দিয়ে পুনরায় অনুষ্ঠান শুরু করা হয় এবং রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষ হয়। এরপর রাত ১টার দিকে আবার মঞ্চে আরেকটি পেট্রলবোমা নিক্ষেপ করলে মঞ্চের কিছু অংশ পুড়ে যায়। এ প্রসঙ্গে উপজেলার খাশিয়াল ইউপি চেয়ারম্যান ও উদীচী বড়দিয়া শাখা সংসদের উপদেষ্টা প্রত্যক্ষদর্শী বিএম বরকতউল্লাহ বলেন, যারা বাঙালি সংস্কৃতির বিরোধী তারাই পরিকল্পিতভাবে তিন দফা বোমা নিক্ষেপ করেছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ড এবং সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু এ ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের খুঁজে বের করে তাদের শাস্তির আওতায় আনার দাবি করেন। এ ঘটনার প্রতিবাদে শিগগিরই কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।আকাশজমিন/আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD