আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে ৪২০ কোটি ডলারের একটি পেট্রোকেমিক্যাল প্রকল্পের কাজ স্থগিত করেছে আদানি গ্রুপ। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)-এর খবর অনুসারে, হিন্ডেনবার্গ প্রতিবেদনের পর বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নিজেদের মনোযোগ দেওয়ার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে গৌতম আদানির মালিকানাধীন কোম্পানিটি। পিটিআই প্রতিবেদনে উল্লেখ করেছে, মুন্ড্রা অঞ্চলের প্রকল্পটির সব কর্মকাণ্ড স্থগিত রাখতে বিক্রেতা এবং সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে কোম্পানিটি। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। প্রকল্পটির নাম মুন্ড্রা পেট্রোকেম লিমিটেড-এর গ্রিস পিভিসি প্রকল্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে আদানি গ্রুপের মন্তব্য জানতে চাওয়া হলে কোনও সাড়া পাওয়া যায়নি। ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিসার্চ একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে আদানি গ্রুপের বিরুদ্ধে শেয়ার জালিয়াতি ও কর ফাঁকির অভিযোগ উঠে আসে। এতে কোম্পানিটির ঋণের মাত্রা নিয়ে উদ্বেগ দেখা দেয়। শেয়ার বাজারে কোম্পানি বিপর্যয়ের মুখে পড়ে। আদানি এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এই প্রতিবেদন প্রকাশের পর ভারতের শীর্ষ আদালত দেশটির শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা এসইবিআইকে শেয়ার বাজার বা তথ্য প্রদানে আদানি গ্রুপের কোনও ঘাটতি রয়েছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। সূত্র: রয়টার্স
আকাশজমিন/আরজে