আকাশ জমিন ডেস্ক
প্রতিটি এল ক্লাসিকো আলাদা করে উত্তেজনা ছড়ায়। তার ওপর গতকালকের ম্যাচটার ওপর নির্ভর করছিল লা লিগার শিরোপা ভাগ্য। রিয়াল মাদ্রিদ জিতলে শিরোপা ধরে রাখার রসদ পেয়ে যেত। তা তো হলোই না। বরং কাতালানদের কাছে ২-১ গোলের নাটকীয় পরাজয়ে শিরোপার পথ থেকে কার্যত ছিটকে গেছে। মাদ্রিদ গোলকিপার থিবো কুর্তোয়াও স্বীকার করছেন, এই পরাজয়ে লা লিগা জয়ের সম্ভাবনা তাদের নেই বললেই চলে। অথচ সম্ভাবনা বাঁচিয়ে রাখতে শুরুটা খারাপ ছিল না। ন্যু ক্যাম্পে শুরুতেই আরাহোর আত্মঘাতী গোলে অগ্রগামিতা পায় রিয়াল। বিরতির আগে সমতা ফেরান সার্জি রবের্তো। শেষটায় দুই দলই যখন জয়ের খোঁজে; তখন যোগ হওয়া সময়ে নাটকীয় গোলে জয় নিশ্চিত করেছেন বার্সার ফ্রাঙ্ক কেসি। অবশ্য তার আগে মার্কো আসেনসিওর গোল ভার রিভিউর অফসাইডে বাতিল হওয়ায় কপাল পুড়ে রিয়াল মাদ্রিদের। এই জয়ে ২০১৯ সালের পর প্রথম শিরোপা জিততে যাচ্ছে জাভি হার্নান্দেসের দল। শীর্ষে থাকা বার্সার সংগ্রহ এখন ৬৮, মাদ্রিদের ৫৬ পয়েন্ট। লিগে আর ১২ ম্যাচ বাকি। এই অবস্থায় কুর্তোয়ার সামনে প্রশ্ন রাখা হয়েছিল শিরোপা জয়ের পথ থেকে মাদ্রিদ ছিটকে গেলো কিনা। জবাবে রিয়ালের অভিজ্ঞ গোলকিপার বলেছেন, ‘হ্যাঁ, আমাদের এক্ষেত্রে সৎ ভাবেই জবাব দিতে হবে। শেষ পর্যন্ত লড়াই করতে চেয়েছি। এখন দেখা গেলো পার্থক্যটা চার ম্যাচের। তাদের ৪ ম্যাচ হারতে হবে। আমাদের জিততে হবে সবগুলো। আমার কাছে এটা অসম্ভব মনে হচ্ছে। এটা কঠিন।’ ৮১ মিনিটের গোলের পর বদলি হয়ে নামা আসেনসিও ভেবেছিলেন, মাদ্রিদের শিরোপা জয়ের সম্ভাবনা হয়তো বাঁচিয়ে রেখেছেন। কিন্তু ভার রিভিউতে অবিশ্বাস্য এক অফসাইডে তা বাতিল হয়েছে। ম্যাচের পর প্রযুক্তির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি, ‘আমরা জিততে পারতাম। কিন্তু যে গোল বাতিল হয়েছে, সেটা নিয়ে আমার সন্দেহ আছে। আপনার কি মনে হয় এটা অফসাইড? এখন বিষয়টা গ্রহণ করা ছাড়া উপায় নেই। তবে আমার সন্দেহটা থাকলো।’
আকাশজমিন/আরজে