আকাশ জমিন ডেস্ক
ভাগ্যভালো এফএ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হতে হচ্ছে না। ড্রয়ে তারা সিটিকে এড়াতে পেরেছে। তবে সম্ভাবনা আছে শিরোপা নির্ধারণী ফাইনালে তাদের মুখোমুখি হওয়ার। রবিবার হওয়া ড্রয়ে দেখা গেছে, ম্যানসিটি চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডকে পেয়েছে। তাতে টানা দুইবার দ্বিতীয় সারির দলকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পেপ গার্দিওলার দল। তারা ৬-০ গোলে বার্নলিকে বিদায় দিয়েছে। এফএ কাপে অপ্রতিরোধ্য সিটি এখন পর্যন্ত ১৪টি গোল করেছে। এই পথ চলায় বিদায় দিয়েছে প্রিমিয়ার লিগ লিডার আর্সেনাল, চেলসিকে। গার্দিওলার দল এই মৌসুমে তিনটি ট্রফি জয়ের মিশনে রয়েছেন। নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল। প্রিমিয়ার লিগে অবস্থান করছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে ৮ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে। রবিবার কোয়ার্টার ফাইনালে ফুলহ্যামকে ৩-১ গোলে হারিয়ে ম্যানইউ শেষ চারের ড্রয়ে প্রিমিয়ার লিগ ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে পেয়েছে। ব্রাইটন ৫-০ গোলে লিগ-টুয়ের দল গ্রিমসবি টাউনকে উড়িয়ে শেষ চার নিশ্চিত করেছে। ওয়েম্বলি স্টেডিয়ামে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। ফাইনাল হবে ৩ জুন।
আকাশজমিন/আরজে