আকাশ জমিন ডেস্ক
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। সোমবার (২০ মার্চ) দ্বিতীয় ম্যাচ জিতলেই নিশ্চিত হবে সিরিজ। তবে এর আগে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। সিলেটের আকাশে গত কয়েক দিন ধরেই মেঘের ঘনঘটা। আবহাওয়া রিপোর্ট বলছে, ম্যাচ চলাকালে বৃষ্টি হানা দিতে পারে! এই বৃষ্টি মাথায় নিয়েই গড়াতে যাচ্ছে দ্বিতীয় ওয়ানডে। সবকিছু ঠিক থাকলে সোমবার দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি-স্পোর্টস। এদিকে রোববার (১৯ মার্চ) রাতে সিলেটে বৃষ্টি হয়েছে। তবে বর্তমানে বৃষ্টি কমলেও আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া রিপোর্টে ম্যাচের দিন থেমে থেমে বৃষ্টি হওয়ার শঙ্কার কথা জানানো হয়েছে। আইরিশ কোচ হেনরিক মালান যেমনটা বলেছেন, একটু মেঘলা ও বৃষ্টি হলে আমাদের জন্য একটু বেশি আরামদায়ক হবে। প্রথম ম্যাচে চোখে ফুটবলের আঘাতের কারণে মেহেদী হাসান মিরাজ খেলতে পারেননি। চোখের অবস্থা এখন ভালোর দিকে থাকলেও এই ম্যাচেও তিনি বিশ্রামে থাকতে পারেন। তাতে প্রথম ম্যাচের একাদশ নিয়েই বাংলাদেশের মাঠে নামার সম্ভাবনা বেশি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। সোমবার দ্বিতীয় ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত করবে। সিরিজ জয়ের মিশনে এদিন বৃষ্টির শঙ্কা থাকলেও নির্ধারিত সময়েই মাঠে গড়াচ্ছে দ্বিতীয় ওয়ানডে। যদিও আবহাওয়া রিপোর্ট বলছে, ম্যাচ চলাকালে বৃষ্টি হানা দিতে পারে! বলা চলে বৃষ্টি মাথায় নিয়েই ম্যাচটি গড়াতে যাচ্ছে। এমন ম্যাচে টানা দ্বিতীয়বার টস জিতেছে আয়ারল্যান্ড দল। গত ম্যাচের মতো এই ম্যাচেও তারা শুরুতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশ রেকর্ড সর্বোচ্চ দলীয় সংগ্রহের সঙ্গে রেকর্ড ১৮৩ রানের বড় ব্যবধানেও জিতেছে। সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয় ৯০-এর ঘরে আউট হলেও তাদের ব্যাটে ভর করেই ৮ উইকেটে ৩৩৮ রানের সংগ্রহ দাঁড় করাতে পেরেছে। তার পর অসাধারণ বোলিং নৈপুণ্যে আইরিশদের গুটিয়ে দিয়েছে ১৫৫ রানে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, ইয়াসির আলী রাব্বি, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, স্টিফেন ডোহানি, অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), ম্যাথিউ হামফ্রেস, হ্যারি টেক্টর, লর্কান টাকার (উইকেটকিপার), জর্জ ডকরেল, কার্টিস ক্যাম্ফার, অ্যান্ডি ম্যাকব্রিন, মার্ক অ্যাডায়ার, গ্রাহাম হিউম।
আকাশজমিন/আরজে