বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৭ অপরাহ্ন

শি জিনপিংয়ের সঙ্গে কথা বলতে চান বাইডেন

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ১:৩০ pm

আকাশজমিন ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শি জিনপিংয়ের সঙ্গে আবারও কথা বলতে আগ্রহী। তবে তিনদিনের সফরে মস্কোয় অবস্থান করছেন শি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধে নিয়ে তার সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। তিনি আরও জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার বিষয়ে এখনও কোনও সময় বা স্থান নির্ধারণ হয়নি। তবে উপযুক্ত সময়ে তা নির্ধারণ করতে চান মার্কিন কর্মকর্তরা। এ বিষয়টি গুরুত্বপূর্ণ যে আমরা আলোচনার পথ সবসময় উন্মুক্ত রাখি, বিশেষ করে পরিস্থিতি যখন ঘোলাটে অথবা উত্তেজনা বিরাজ করে। বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা আরও বলেন, বেইজিং-এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের স্থগিত হওয়া সফরের সময় পুনর্নিধারণ করতে চায় যুক্তরাষ্ট্র। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বিশালাকৃতির বেলুন প্রবেশের ঘটনায় দুই দেশের কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা শুরু হয়। বেইজিং ওই বেলুনটিকে গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করছিল, এমন দাবি করে যুদ্ধবিমান দ্বারা গুলি করে ভূপাতিত করে ওয়াশিংটন। যদিও বেলুনটি আবহাওয়া সংশ্লিষ্ট কাজে ব্যবহার হচ্ছিল, কক্ষচ্যুত হয়ে যায় বলে দাবি করেন শি জিনপিং প্রশাসন। আকাশজমিন/আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD