অনলাইন রিপোর্টার
এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাংকিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানে অংশগ্রহন শেষে আজ মঙ্গলবার দেশে ফিরেছে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় আরচারি দল। টুর্নামেন্টে একটি স্বর্ন ও একটি ব্রোঞ্জ পদক জয় করেছে তারা।
চাইনিজ তাইপেতে অনুষ্ঠিত রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ দল ৫-৩ সেটে কাজাখস্তানকে হারিয়ে স্বর্ণপদক জয় করে। এছাড়া রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জয় করেন রুবেল। ৬-৪ সেটে কাজাখস্তানের আব্দুললিন ইলফাতকে হারিয়ে পদকটি জয় করেন রুবেল।আকাশজমিন/আরজে