শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:১৪ পূর্বাহ্ন

আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই:ফখরুল

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ ৮:৫৬ pm

বরগুনা সংবাদদাতা
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমাদের জনগণের ভোটের নিশ্চয়তা, তাদের প্রতিনিধি নির্বাচিত করার ক্ষমতা নিশ্চিত করতে হবে। তাহলে আমরা একটি গণতান্ত্রিক ব্যবস্থার ফটক পার হয়ে বড় গণতান্ত্রিক পরিসরে যেতে পারব। আজ মঙ্গলবার (২১ মার্চ) বরগুনার বেতাগীতে নুরজাহান আইডিয়াল গার্লস স্কুল অ্যান্ড কৃষি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আমাদের চিন্তার স্বাধীনতা দিতে হবে। কথা বলার সুযোগ দিতে হবে। লেখার সুযোগ দিতে হবে, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যাব। বাংলাদেশ যেন ভালো থাকে, বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, সে জন্য সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। মির্জা ফখরুল আরো বলেন, ১৯৭১ সালে আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। বেগম খালেদা জিয়া দশম শ্রেণি পর্যন্ত নারী শিক্ষা অবৈতনিক করেছিলেন। শিক্ষাব্যবস্থার উন্নয়নে অনেক কাজ করতে হবে। যাতে আমাদের তরুণ প্রজন্ম উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গড়ার কাজে অবদান রাখতে পারে। এ সময় তার সফরসঙ্গী ছিলেন জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ূন কবির।
আকাশজমিন/ আরজে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD