অনলাইন রিপোর্টার
সাত বছর আগে শুটিং হওয়া ‘অপারেশন অগ্নিপথ’ ছবি নিয়ে এখন ঢালিউডে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এই ছবির নায়ক শাকিব খানকে ঘিরে এই আলোচনার সূত্রপাত। হঠাৎ গত সপ্তাহে ছবির নায়ক শাকিব খানের বিরুদ্ধে শিডিউল নিয়ে গড়িমসি, ছবির শুটিং না হওয়ায় ক্ষতিপূরণ দাবি এবং সহপ্রযোজক এক নারীকে ধর্ষণের অভিযোগ এনে চলচ্চিত্রসংশ্লিষ্ট কয়েকটি সংগঠনের কাছে লিখিত অভিযোগ দেন রহমত উল্লাহ। শাকিব খানের সঙ্গে ‘অপারেশন অগ্নিপথ’ ছবিটি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্টেক্স মিডিয়ার চুক্তি হয়। আর ভার্টেক্স মিডিয়ার সঙ্গে সহপ্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হয় সিনেফ্যাক্ট, যার মালিকানায় আছেন মাহিন আবেদীন, রহমত উল্লাহ ও অস্ট্রেলীয় এক নারী। শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ইস্যুতে রহমত উল্লাহর অভিযোগের কয়েক দিনের মাথায় কথা বললেন এই চলচ্চিত্রের পরিচালক আশিকুর রহমান। সিনেফ্যাক্টের তিন স্বত্বাধিকারীর একজন রহমত উল্লাহর অভিযোগ প্রসঙ্গে আজ মঙ্গলবার লিখিত বক্তব্যে ছবির পরিচালক আশিকুর রহমান জানান, শাকিব খানের নামে যেসব অভিযোগ এসেছে, সেসব ত্রুটিপূর্ণ ও বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। আশিকুর রহমান জানান, ২০১৮ সালে তিনি, রবিউল রবি ও শাকিব খানের লিগ্যাল প্রতিনিধি কোগরা পুলিশ স্টেশনে গিয়েছিলেন ওই ঘটনার বিস্তারিত জানার জন্য। শাকিব খানের প্রতিনিধি পুলিশের সঙ্গে বিভিন্ন কাগজপত্র নিয়ে আলাদা একটি রুমে বসেন। প্রায় এক ঘণ্টা আলোচনা শেষে তদন্তকারী কর্মকর্তারা জানান, শাকিব খানের বিরুদ্ধে করা অভিযোগের সত্যতার প্রমাণ তারা পায়নি। তারপর তিনি (তদন্তকারী কর্মকর্তা) শাকিব খানের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেন এবং তাঁকে কোনো সন্দেহ ছাড়া নিশ্চিন্তে সিডনিতে শুটিং করতে বলেন। আকাশজমিন/ আরজে