আকাশজমিন ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুল ও পাকিস্তানের উত্তরাংশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার সন্ধ্যার পর এ ভূমিকম্প হয়েছে। খবর আল-জাজিরার।
কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, ৬ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্পে ভারতের রাজধানী নয়া দিল্লিতেও কম্পণ অনুভূত হয়েছে।
পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশে দুইজন নিহত হয়েছে। বেশ কয়েকটি ভবন ধসে গেছে। আটকে পড়েছে অনেক মানুষ। তাদের উদ্ধারে ইতোমধ্যেই অভিযান শুরু হয়েছে।
এ ঘটনায় ইতোমধ্যে পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।
যুক্তরাষ্ট্রের জিওলোজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল আফগানিস্তানের জার্ম শহর থেকে ২৫ মাইল দূরে পাকিস্তান ও তাজিকিস্তান সীমান্তের নিকটে।
গত বছর ২২ সেপ্টেম্বর আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহার ও কুনারে ৬ দশমিক ১ মাত্রার এক ভূমিকম্প হয়েছিল। এতে নিহতের সংখ্যা ছাড়িয়েছিল ১ হাজার এবং আহত হয়েছিলেন দেড় হাজারেরও বেশি মানুষ।
আকাশজমিন/এসআর