রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন

সমালোচনার মধ্যে বিমানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব !

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩ ১০:০০ am

আকাশজমিন ডেস্ক
দুবাইয়ে খুনের মামলার পলাতক আসামি আরাভ খানের স্বর্ণের দোকান উদ্বোধন করতে গিয়ে সমালোচনার ঝড় বইছে ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে। শেষ পর্যন্ত সমালোচনায় থাকা সেই ক্রিকেটারকেই ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ হিসেবে নিয়োগ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রাষ্ট্রীয় এ বিমান সংস্থা তার সঙ্গে তিন বছরের আনুষ্ঠানিক চুক্তিও করেছে।গত মঙ্গলবার বিকেলে রাজধানীর কুর্মিটোলায় বলাকা ভবনে ওই অনুষ্ঠান হয়। গত বছরের আগস্টে অনলাইন জুয়াভিত্তিক প্রতিষ্ঠান বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার স্পোর্টসের সঙ্গে চুক্তি করে সমালোচনার মুখে পড়েন সাকিব। এ ছাড়া শেয়ারবাজার কারসাজির পাশাপাশি বাবার নাম পরিবর্তনের অভিযোগ উঠলেও সমালোচনা শুরু হয় বিশ্বসেরা এ অলরাউন্ডারের। ওই সমালোচনার মুখে তখন দুর্নীতি কমিশনের শুভেচ্ছা দূত থেকে তাকে সরিয়ে দেয় দুদক। তবে চলতি সমালোচনার মধ্যেই তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিয়োগ দেওয়া হলো। সমালোচনার মুখে থাকা সাকিব ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ায় বিমান সমালোচনায় পড়বে কি না, এমন প্রশ্নে ব্যবস্থাপনা পরিচালক বলেন, আরাভ খান যে খুনের মামলার আসামি, সাকিব তা জানতেন না বলে তাদের বলেছেন। জানলে হয়তো যেতেন না। তা ছাড়া সাকিবের মতো বিশ্বমানের একজন ক্রিকেটার বিমানের প্রতিনিধিত্ব করতে পারায় তিনি (সাকিব) নিজেও খুশি। দুবাই যাওয়ার আগেই তাকে প্রস্তাব দেওয়া হয় এবং তাতে তিনি নির্দ্বিধায় রাজি হয়েছিলেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের পরিচালক ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাকিব আল হাসান বলাকা ভবনে গেলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিমানের কর্মকর্তারা। চুক্তি স্বাক্ষরের পর সেখানে কেক কাটা হয়। সংক্ষিপ্ত বক্তব্যে অলরাউন্ডার সাকিব আল হাসান বিমান নিয়ে শৈশবের স্মৃতিচারণ করে বলেন, শৈশবে খেলার মাঠে মাথার ওপর দিয়ে বিমান উড়ে গেলে এক ধরনের ভালো লাগা কাজ করত। বিমান বর্তমানে লাভজনক অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সামনের দিনগুলোতে বিমান আরও এগিয়ে যাবে। বিমানের অসংখ্য ভালো দিক রয়েছে, যেগুলো সবার সামনে তুলে ধরতে পারলে বিশ্বের অন্যান্য এয়ারলাইন্সের সঙ্গে প্রতিযোগিতায় বিমানের সক্ষমতা বৃদ্ধি পাবে। বিশেষ করে সেফটি ইস্যুতে বিমান কখনো আপস করে না। এ ধরনের ইতিবাচক বিষয়গুলো প্রচার হওয়া দরকার।
আর/জে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD