সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

নব আনন্দর ‘আলোর পাখিরা’ নাটকের ছাদ প্রদর্শনীর উদ্বোধন

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩ ১১:০৬ pm

আকাশজমিন প্রতিবেদক।। রাজাধানীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে তৈরি সাংস্কৃতিক সংগঠন ‘নব আনন্দ’ প্রথম প্রযোজনা ‘আলোর পাখিরা’ নাটকের ছাদ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। গত ২১ মার্চ মঙ্গলবার বিকেল ৫টায় সুফিয়া সেরিন, ১০৪/বি জাফরাবাদ মোহাম্মদপুর, ছাদে নাটকটি মঞ্চস্থ হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী শাহনাজ খুশী এবং ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মোহাম্মদ হোসেন খোকন। এ সময় উপস্থিত ছিলেন নাট্যজন শামীমা শওকত লাভলী এবং স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।

শামীমা শওকত লাভলীর রচনা ও নির্দেশনায় ‘আলোর পাখিরা’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করে স্নেহা, আরাফাত, সামিয়া, সুমাইয়া, সুইটি, দোলা, স্বর্ণা, তিন্নি, সুলতানা, এবং রুহুল আমীন। ইস্তিয়াক হোসেনের সেট ও লাইট ডিজাইনে নাটকটির সঙ্গীতে ছিলেন মাজহারুল ইসলাম জুয়েল এবং শিমূল মিস্ত্রি। কোরিওগ্রাফিতে শামীমা আক্তার মুক্তা। নাটকের পোশাক পরিকল্পনা করেছেন ইভান রিয়াজ ও আশা।

নাটকের কেন্দ্রবিন্দু একজন ব্যক্তি। যে কী-না বন্ধু হয়ে বিশ্বময় ঘুরে বেড়ায়; যেখানেই সমস্যা দেখে তা সমাধানে উদ্যোগী হয়ে ওঠে। অন্যায়ের প্রতিবাদ করে, নিজে সৎ পথে চলে এবং অন্যকেও অসৎ পথে চলতে বারন করে। অসমান সমাজ ব্যবস্থা, জাতপাতের ভেদাভেদ, সাদা কালোর বৈশম্য, বিশ্ব রাজনৈতিক অস্থিরতা তাকে ব্যাথিত করে তোলে। যে কোন ভালো কাজে কাউকে সঙ্গী হিসেবে না পেলে সে একাই সৈনিকের মত নির্ভীকভাবে এগিয়ে চলে। এক সময় দেখা যায় সমাজের মানুষের নৈতিক স্খলন, নির্যাতন, বিচারহীনতার রাজনীতি এই সাহসী সৈনিককেও উদ্ভ্রান্ত করে তোলে। তখন তার চারপাশের মানুষেরা যাদের সে ন্যায় পথে চালিত করেছিল তারা তার পাশে এসে দাঁড়ায়। তাকে আস্বস্থ্য করে সবাই মিলে একসাথে কাজ করলে, অন্যায়ের প্রতিবাদ করলে নিশ্চয়ই এক সময় সবকিছু সুন্দর হয়ে উঠবে। ক্ষুদে অভিনেতাদের পদচারনায় এভাবেই এগিয়ে চলে আলোর পাখিরা’র গল্প।

উল্লেখ্য যে নব আনন্দ সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নাটক করার পাশাপাশি সচেতনতা মূলক কাজ করে থাকে। ইতিমধ্যে তারা করোনা কালিন সময়ে মাস্ক বিতরন, নিজেরা সচেতন হই এবং অন্যকেও সচাতন করি শিরোনামে র‍্যালী, সাইকেল র‍্যালী, অসহায়দের মাঝে খাবার বিতরণ, গান, কবিতা আবৃত্তি শেখানো এবং শিশুদের পড়ালেখায়ও সহায়তা করে থাকে। ‘নব আনন্দ’র শিশুরা শিল্পকলায় নাটক প্রদর্শনী ছাড়াও বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর, রবীন্দ্র সরোবর, শাহবাগ, ঢাকা ইউভার্সিটির বটতলায় নাটক প্রদর্শনী করেছে। নব আনন্দ তাদের নাটকের বার্তা সমাজের সব মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে বিভিন্ন অ্যাপার্টমেন্টের ছাদে, স্কুলে প্রদর্শনী করার। তার ধারাবাহিকতায় ‘আলোর পাখিরা’ নাটকের প্রথম ছাদ প্রদর্শনীর উদ্বোধনী মঞ্চায়ন সাফল্যের সাথে সম্পন্ন হয় ।

‘নব আনন্দ’ বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানায় সুফিয়া সেরিনের পরিচালনা কমিটিকে তাদের ছাদে শিশুদের নাটকটি প্রদর্শনীর সুযোগ দানের জন্য। কৃতজ্ঞতা জানায় বিশিষ্ট অভিনেত্রী শাহনাজ খুশীকে। নব আনন্দ আশা করে তার মাধ্যমে নব আনন্দ’র বার্তা ছড়িয়ে পরবে আরও বহু মানুষের কাছে। সমাজের সর্বস্তরের মানুষ এমনি করে নব আনন্দ’র শিশুদের অনুপ্রাণিত করবে পাশে থাকবে এটাই ‘নব আনন্দ’র কর্মীদের প্রত্যাশা।

আকাশজমিন/এসএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD