বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১১:২৯ অপরাহ্ন

শাহ আমানতে পৌনে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ১:০১ pm

আকাশজমিন ডেস্ক
চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি টিম। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে বিজি-১৪৮ ফ্লাইটে ওই যাত্রী দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দর আসেন। ওই যাত্রীর নাম মোহাম্মদ জিয়াউদ্দিন। তিনি হাটহাজারী উপজেলার এনায়েতপুর এলাকার বাসিন্দা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান জানান, সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ওই যাত্রী দুবাই থেকে চট্টগ্রামে আসেন। তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ২৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানায়, তার পেটের ভেতরও স্বর্ণের বার ছিল। পরে পেটের ভেতর থাকা নয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার করা স্বর্ণের বারের ওজন তিন কেজি ৮০০ গ্রাম। যার বাজারমূল্য প্রায় তিন কোটি ২১ লাখ টাকা। আর/জে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD