আকাশজমিন ডেস্ক
আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড ভেঙে দিয়েছেন পর্তুগাল সুপার স্টার ক্রিস্টিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (২৩ মার্চ) ইউরো বাছাইয়ের ম্যাচে নিজের মাইল ফলকের ম্যাচটিকে তিনি আরো রোমাঞ্চকর করেছেন জোড়া গোলের মাধ্যমে। ম্যাচে লিচেনস্টেইনের বিপক্ষে ৪-০ গোলে জয়লাভ করে পর্তুগাল। কাতার বিশ্বকাপে পর্তুগাল একাদশ থেকে ছিটকে যাওয়া ৩৮ বছর বয়সি রোনালদো লিসবনের ম্যাচে সেরা একাদশে স্থান পেয়ে গতকাল দেশের হয়ে ১৯৭তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে পা রাখার সঙ্গে সঙ্গে সৃষ্টি করেন নতুন এক রেকর্ড। অর্থাৎ পুরুষ ফুটবলে বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণের রেকর্ড। ঐতিহাসিক ওই ম্যাচের ৫১তম মিনিটে পেনাল্টি থেকে নিজের প্রথম গোলটি করেন রোনালদো। ১২ মিনিট পর ফ্রি কিক থেকে আরো একটি গোল করেন সিআর সেভেন। এর আগে ৮ মিনিটে হোয়াও ক্যানসেলো ও ৪৭ মিনিটে বার্নাডো সিলভার গোলে এগিয়ে যায় পর্তুগাল। ম্যাচে দেশের হয়ে গোলের রেকর্ডকে ১২০টিতে নিয়ে যান রোনালদো। সেই সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচে ১০০ গোলের রেকর্ড গড়েছেন ৫ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই তারকা। আগের দিন বুধবার রোনালদো সাংবাদিকদের বলেছিলেন, রেকর্ড আমার অনুপ্রেরণা। ফুটবলের ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডটিকে আমি (একক ভাবে) নিজের অধিকারে নিতে চাই। যেটি আমাকে গর্বিত করবে। তবে এখানেই আমি থামতে চাই না। আমি বারবার (জাতীয় দলে) ডাক পেতে চাই।আকাশজমিন/আরজে