আদমদীঘি, (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার আদমদীঘিতে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে মিঠাই বর্মন নামের দুই বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়ন বাজার এলাকায়। মিঠাই বর্মন কুন্দুগ্রাম বাজার এলাকার নিলচন্দ্র বর্মনের মেয়ে।
জানা গেছে, মঙ্গলবার ওই সময় কুন্দুগ্রাম বাজার সংলগ্ন পাড়ার শিশু কন্যা মিঠাই বর্মন বাড়ির সামনে খেলা করার এক পর্যায়ে পরিবারের সকলের অজান্তে ডোবার পানিতে পড়ে যায়। এদিকে মিঠাইকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করার পর এক পর্যায়ে বাড়ির সামনের ডোবার পানিতে ভাসতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় আদমদীঘি থানায় একটি জিডি করা হয়েছে।
আকাশজমিন/এসআর