বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

ঢাকার আকাশে মেঘ, ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস

আকাশজমিন রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ৯:০৯ am

আকাশজমিন ডেস্কঃ সাতসকালে আকাশের দিকে তাকিয়ে গোমড়া মুখই দেখছে রাজধানীবাসী। বার দুয়েক সূর্যের মুখ দেখা গেছে বটে, তা অবশ্য ক্ষণিকের। এর পরই আকাশ ঢেকেছে মেঘে। কখনো হঠাৎ বৃষ্টির ফোঁটা ঝরেছে। তা শরীর ভিজিয়ে দেওয়ার মতো নয় যদিও; তবু ঝিরিঝিরি বৃষ্টি নাগরিক জীবনে বিড়ম্বনা সৃষ্টি করেছে। 

এদিকে দেশের ১১ অঞ্চলের ওপর দিয়ে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে আশঙ্কা করা হচ্ছে। এজন্য এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা, সিলেট, যশোর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, মাদারীপুর, ফরিদপুর এবং কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে দেশের সমুদ্র বন্দরগুলোর জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি।

আকাশজমিন/এসআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আর্কাইভ
© All rights reserved © Akashjomin

Developer Design Host BD