আদমদীঘি,(বগুড়া) সংবাদদাতা: বুধবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে রেলওয়ে থানা পুলিশ মোঃ নুর ইসলাম (২২) নামের এক ভুয়া টিকেট কালেক্টারকে গ্রেপ্তার করেছে।
জানা গেছে, বগুড়া সদর উপজেলার জলেশ্বরীতলা নুর মসজিদ এলাকার সোলায়মান আলীর ছেলে নুর ইসলাম বুধবার সকালে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে নিজেকে রেলওয়ে টিকেট কালেক্টার পরিচয় দিয়ে ট্রেন যাত্রীদের টিকিট কালেকশনের নামে যাত্রীদের নানাভাবে হয়রানি করতে থাকে।
এ বিষয়ে অভিযোগে পেয়ে নুর ইসলামকে গ্রেপ্তার করে বগুড়ার জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্য মোক্তার হোসেন।
আকাশজমিন/এসআর